সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • জুলাই-আগস্টের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ:

    শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিক চার্জ দাখিল

    শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিক চার্জ দাখিল
    ছবি: সংগৃহিত।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই-আগস্টের সহিংসতা ও প্রাণহানির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামীকাল রোববার (১ জুন) আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

    শনিবার (৩১ মে) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

    এর আগে, গত ১২ মে তদন্ত সংস্থা ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করে, যেখানে জুলাই-আগস্টের সহিংসতায় পরিকল্পনা ও নির্দেশদানের দায়ে শেখ হাসিনার নাম উঠে আসে।

    গত ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের সময় প্রার্থনার পর এই নির্দেশ দেয়।

    গত বছরের ১৭ ডিসেম্বর একই ঘটনায় দায়ের করা দুটি মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছিল আদালত।

    অভিযোগপত্রে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরস্ত্র ছাত্র ও জনতার ওপর বলপ্রয়োগ, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন সরকারের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এসব ঘটনায় প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের অবসান ঘটে। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে জুলাই-আগস্টের ঘটনার বিচার শুরু হয়।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন তদন্ত প্রতিবেদন ও প্রসিকিউশনের অভিযোগ খতিয়ে দেখার পরপরই মামলাটি বিচারের জন্য গ্রহণ করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ