সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • জকিগঞ্জের শতবর্ষী সকড়া জামে-মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

    জকিগঞ্জের শতবর্ষী সকড়া জামে-মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিলেটের জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী সকড়া জামে-মসজিদের পুনঃনির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। 

    এ উপলক্ষে শুক্রবার বাদ জুম্মা (৩০ মে) বিকাল ২ টার দিকে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    দেশী এবং প্রবাসী বিত্তবানদের অর্থায়নে এ মসজিদটি পুনঃনির্মাণ কাজ শুরু করেছে মসজিদ কমিটি।

    মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে ও জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক-এর পরিচালনায় প্রধান অতিথি বয়ান পেশ করেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোশাহীদ আহমদ কামালী।

    আলোচনা সভার শুরুতে মসজিদ কমিটির কোষাধক্ষ্য মাস্টার মঞ্জুর আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হালঘাট গ্রামের বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব আছাব আলী, খলিলুর রহমান খলন, ইলাবাজ দরুল কেরাত শাখার নাজিম মোঃ ফারুক আহমদ। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, সকড়া গ্রামের বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব কমর উদ্দিন, আব্দুল খালিক, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আব্দুল করিম, আব্দুস সালাম ছলন, আজির উদ্দিন, গিয়াস উদ্দিন হীরাসহ স্থানীয় এলাকাবাসী, সমাজসেবী, রাজনীতিবীদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।।

    আলোচনা সভায় বক্তারা বলেন, হাদীস শরীফে রাসুল (স.) বলেছেন-“যে ব্যক্তি আল্লাহ’র সন্তুষ্টির জন্য একটি মসজিদ তৈরী করে, আল্লাহ তা’য়ালা তার জন্য অনুরূপ একটি ঘর জান্নতে তৈরি করেন। তাই প্রায় অর্ধ কোটি টাকা বাজেটের এই বিশাল মসজিদ পুনঃনির্মাণ কাজে সকল দেশী-বিদেশী বিত্তবান মুসলমানগণের সহযোগিতা প্রয়োজন। বক্তাগণ এই মসজিদ নির্মাণ কাজকে সহযোগিতার সুবর্ণ সুযোগ মনে করে সকলে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ তৌফিক অনুযায়ী সহযোগিতার আহবান জানান।

    আলোচনা সভা শেষে সকড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফখরুল ইসলামের মিলাদ ও জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোশাহীদ আহমদ কামালী’র মোনাজাতের মাধ্যমে পুনঃনির্মিত মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে উপস্থিত এলাকাবাসীর মধ্যে শিরনী বিতরণ করা হয়।                             


    আহসান হাবীব লায়েক, প্রতিনিধি।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ