সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ইবিতে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালন

    ইবিতে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে শুক্রবার (৩০ মে) বেলা ১১টার দিকে প্রশাসন ভবনের সামনে থেকে একটি শোক র‍্যালী বের হয়। র‍্যালীটি ক্যাম্পাসের প্রধান ফটক হয়ে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ জিয়াউর রহমান কর্তৃক স্থাপিত ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

    উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। পরে একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ, ইউট্যাব, জাতীয়তাবাদী কর্মকর্তা কর্মচারী ফোরাম, সাধারণ কর্মচারী ফোরাম, শহীদ জিয়াউর রহমান হল, বেগম খালেদা জিয়া হল,উম্মুল মু'মিনীন আয়েশা সিদ্দিকা (রা) হল, আইন বিভাগ, ল' অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ ও ইবি শাখা ছাত্রদল।

    এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মাদ নসরুল্লাহ বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে আজকের দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যা করা হয়েছিল।

    তিনি চেয়েছিলেন একটি উন্নত বাংলাদেশ গড়ার। যেখানে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করবেন। ঐক্যবদ্ধভাবে দেশের সমৃদ্ধি ও উন্নয়ন করবেন। দেশের ক্রান্তিলগ্নে তিনি জোর করে ক্ষমতা গ্রহণ করেননি। বরং দেশের মানুষ তাদের অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তির জন্য তাকে ক্ষমতায় বসিয়েছে। 

    তিনি আরও বলেন, রাজনৈতিক অবস্থার বাইরে প্রশাসনের উদ্যোগে তাকে স্মরণ করছি। কারণ স্বাধীনতাত্তোর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় তিনিই প্রতিষ্ঠা করেছেন। শহীদ জিয়াউর রহমানের লক্ষ্য ছিলো আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে এই বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলা। আমরা বিশ্বাস করি তাঁর এই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে পারবো।এছাড়া  শহীদ জিয়াউর রহমান তিনি বাংলাদেশে যে বহুদলীয় গণতন্ত্র চালু করে গেছেন তা প্রতিষ্ঠায় এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। 

    এদিকে পরে দিবসটি উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হ এবং শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় জুমা বাদ কেন্দ্রীয় মসজিদে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।


    নাজমুল হুসাইন, ইবি প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন