সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ত্বক সুরক্ষায় সানস্ক্রিন: কখন, কীভাবে এবং কোনটি ব্যবহার করবেন

    ত্বক সুরক্ষায় সানস্ক্রিন: কখন, কীভাবে এবং কোনটি ব্যবহার করবেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গ্রীষ্মকালে সূর্যের অতিবেগুনি রশ্মির তীব্রতায় ত্বক পুড়ে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। শুধু কালো হয়ে যাওয়াই নয়, এই রশ্মি দীর্ঘমেয়াদে ত্বকের ক্যান্সারসহ নানা সমস্যা তৈরি করতে পারে। এসব ঝুঁকি থেকে ত্বককে রক্ষা করতে নিয়মিত ও সঠিকভাবে সানস্ক্রিন ব্যবহার অত্যন্ত জরুরি।

    এই বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর ২৭ মে যুক্তরাষ্ট্রে পালিত হয় ‘জাতীয় সানস্ক্রিন দিবস’। ২০১১ সালে শুরু হওয়া এই উদ্যোগ এখন অনেক দেশেই অনুসরণ করা হচ্ছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।

    তবে অনেকেই সানস্ক্রিন ব্যবহার করেও সানবার্নে আক্রান্ত হন—কারণ সাধারণত ভুলভাবে বা ভুল সময়ে সানস্ক্রিন লাগানো। টেক্সাসের এমডি অ্যান্ডারসন ক্যানসার সেন্টারের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. সুসান ওয়াই চোন বলছেন, “সমস্যা সানস্ক্রিনে নয়, বরং ভুল ব্যবহারে।”

    সঠিকভাবে সানস্ক্রিন ব্যবহারের কিছু পরামর্শ:

    ১. ইউভিএ ও ইউভিবি রশ্মি থেকে সুরক্ষা নিশ্চিত করুন
    সবসময় এমন সানস্ক্রিন বেছে নিন, যা “Broad Spectrum” বা বিস্তৃত সুরক্ষা দেয়। এতে থাকা জিঙ্ক অক্সাইড বা টাইটানিয়াম ডাইঅক্সাইড ইউভিএ ও ইউভিবি—উভয় রশ্মি থেকেই ত্বককে রক্ষা করে।

    ২. এসপিএফ ৩০ বা তদূর্ধ্ব বেছে নিন
    সানস্ক্রিনে এসপিএফ ৩০ থাকলে তা সূর্যের ৯৭% ক্ষতিকর রশ্মি রোধ করতে পারে। এসপিএফ ৫০ দিলে এই হার ৯৮%—অর্থাৎ খুব বেশি পার্থক্য নেই। তাই এসপিএফ বেশি হলেও নিয়মিত ব্যবহারই আসল বিষয়।

    ৩. বাইরে যাওয়ার অন্তত ৩০ মিনিট আগে ব্যবহার করুন
    সানস্ক্রিন ত্বকে সক্রিয় হতে সময় লাগে। তাই বাইরে যাওয়ার অন্তত ৩০ মিনিট আগে ত্বকে লাগান। পর্যাপ্ত পরিমাণে ব্যবহার নিশ্চিত করুন—অনেকেই প্রয়োজনের তুলনায় কম পরিমাণে সানস্ক্রিন লাগান।

    ৪. প্রতি দুই ঘণ্টা পর পুনরায় লাগান
    সানস্ক্রিন সারাদিন ধরে কার্যকর থাকে না। প্রতি দুই ঘণ্টা পরপর পুনরায় লাগাতে হবে। যদি ঘামেন, পানিতে ভিজে যান বা স্প্রে সানস্ক্রিন ব্যবহার করেন, তবে ৬০–৯০ মিনিট পর পুনরায় প্রয়োগ করুন।

    ৫. অতিরিক্ত সতর্কতা জরুরি
    সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সূর্যের অতিবেগুনি রশ্মি সবচেয়ে শক্তিশালী থাকে। এই সময়ে সরাসরি রোদ এড়িয়ে চলুন। ছাতা, সানগ্লাস, হ্যাট বা ফুলস্লিভ জামা ব্যবহার করুন বাড়তি সুরক্ষায়।

    মনে রাখবেন: কোনো সানস্ক্রিনই শতভাগ সুরক্ষা দেয় না। তবে সঠিক নিয়মে ব্যবহার করলে সানবার্ন, ত্বকের বয়সজনিত ক্ষতি এবং স্কিন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমানো যায়


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ