মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তির বিষয়ে আগ্রহী ঢাকা: প্রেস সচিব কক্সবাজারে সাগরে চবি ছাত্রের মৃত্যু, নিখোঁজ আরও দুই বন্ধু যুক্তরাষ্ট্রের শুল্কের মুখে বাংলাদেশ, সমঝোতার চেষ্টায় ঢাকা নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা
  • নীলফামারীতে সেনাবাহিনীর টহল জোড়দার

    নীলফামারীতে সেনাবাহিনীর টহল জোড়দার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের নীলফামারী জেলায় সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে গোটা নীলফামারী জেলায় টহল এবং চেকপোস্ট কার্যক্রম জোড়দার করেছে। 

    এ কার্যক্রম বৃহস্পতিবার (২৯ মে) বিকেল থেকে শুরু করা হয়। যা চলমান থাকবে। এদিকে, সেনাবাহিনীর অভিযানে এক প্রতারক যুবক গ্রেপ্তার হয়।

    সেনাবাহিনীর সদস্যরা বর্তমানে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা এবং জনসমাগমপূর্ণ এলাকায় নিয়মিত টহল দিচ্ছেন। বিশেষ করে সন্ধ্যা ও রাতের সময় টহল আরও জোরদার করা হয়েছে যাতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করা যায়। টহলকালে সেনাসদস্যরা শুধু নজরদারি নয়, বরং জনগণের সঙ্গে সরাসরি কথা বলে বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনছেন এবং তাৎণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

    স্থানীয় একজন বাসিন্দা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সেনাসদস্যদের নিয়মিত উপস্থিতি তাদের মধ্যে এক ধরনের মানসিক নিরাপত্তা তৈরি করেছে। এখন তারা অনেকটাই নিশ্চিন্তে চলাফেরা করতে পারছেন। 

    স্থানীয় এক ব্যবসায়ী বলেন,"সেনাবাহিনী যেভাবে টহল দিচ্ছেন,তাতে করে আমাদের ব্যবসা-বাণিজ্য আরও নিরাপদ হচ্ছে। আমরা চাই, এ টহল কার্যক্রম চলমান থাকুক।

    এক ক্যাম্প কমান্ডারবলেন, সেনাবাহিনী শুধু নিরাপত্তা নিশ্চিতে নয়, বরং সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার মধ্য দিয়েও একটি সহনশীল ও স্থিতিশীল সামাজিক পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে জনগণ যেন সেনাবাহিনীর সদস্যদের সহায়তা পেতে পারেন, সে জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে।

    নীলফামারী সেনা ক্যাম্প কর্তৃক এ ব্যবস্থা নিঃসন্দেহে জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে একটি কার্যকর ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।

    নিরাপত্তা বাহিনীর সঙ্গে জনগণের পারস্পারিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার এ প্রচেষ্টা আগামী দিনে অব্যাহত থাকবে।        


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন