সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • নজরুল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী 'ওবিই কারিকুলাম' প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

    নজরুল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী 'ওবিই কারিকুলাম' প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
    বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যান্ডরেন্স সেল (আই.কিউ.এ.সি.) এ কর্মশালাটি আয়োজন করে।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের শিক্ষকদের অংশগ্রহণে 'OBE Curriculum' শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। 

     পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালাটি ২৯ মে (বৃহস্পতিবার) দুপুরে  সমাপনী অনুষ্ঠিত হয়। 

    বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যান্ডরেন্স সেল (আই.কিউ.এ.সি.) এ কর্মশালাটি আয়োজন করে।

    সভাপতির বক্তব্যে উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, 'এ প্রশিক্ষণ কর্মশালা কিছুটা হলেও কাজে আসবে। কম্পিউটার ও বিশেষজ্ঞ নিয়ে বিভাগওয়ারী এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে তা আরও বেশি ফলপ্রসু হবে। ভবিষ্যতে ইউ.জি.সি. ও আই.কিউ.এ.সি. এর মাধ্যমে সারা বছর এই প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে তা আরও বেশি কার্যকর হবে।

    সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। তিনি তাঁর বক্তব্যে বলেন, 'বিশ্বে ও.বি.ই. সবচেয়ে বেশি ব্যবহৃত শিক্ষা পদ্ধতি। এই পদ্ধতিকে কীভাবে সময়োপযোগী করা যায় তা নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি।'

    প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি অ্যান্ডরেন্স ডিভিশনের পরিচালক ড. দুর্গা রানী সরকার। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

    দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি অ্যান্ডরেন্স ডিভিশনের পরিচালক ড. দুর্গা রানী সরকার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি অ্যান্ডরেন্স ডিভিশনের উপ-পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মনির উল্লাহ এবং ও.বি.ই. সফ্টওয়্যার বিশেষজ্ঞ মো. ফারুক হোসাইন। সঞ্চালনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আই.কিউ.এ.সি.-এর পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন।

    কর্মশালায় আই.কিউ.এ.সি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা ও সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।       


    মো. সাইফুল ইসলাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন