সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ঝুম ঝুম বৃষ্টিতে বিকেলের সেরা ৫টি মজাদার নাস্তা

     ঝুম ঝুম বৃষ্টিতে বিকেলের সেরা ৫টি মজাদার নাস্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৃষ্টি মানেই শরীর চঞ্চল করে ওঠে ঠান্ডায়, আর সেই সময় বিকেলের নাস্তা হয়ে ওঠে দিনের সবচেয়ে আরামদায়ক মূহূর্ত। মেঘলা আবহাওয়ায় একটু গরম, মশলাদার এবং স্বাদে ভরপুর নাস্তা যেমন শরীর গরম রাখে, তেমনি মনও ভালো করে তোলে। চলুন জানি, মেঘলা দিনে বিকেলে কী খাবেন যাতে মজাও পান আর সঠিক পুষ্টিও থাকে।

    ১. গরম গরম চা আর পেঁয়াজু — বৃষ্টির সেরা সঙ্গী
    এক কাপ গরম চা আর তাতেই ভাজা ঝুরঝুরে পেঁয়াজু; এ যেন বৃষ্টির সঙ্গে মানায় এক অন্যরকম বন্ধুত্ব। পেঁয়াজু বানাতে পাতলা পাতলা পেঁয়াজকে ময়দার ব্যাটারে ডুবিয়ে ভাজা হয়, যা বাইরে থেকে খাস্তা ও ভিতর থেকে নরম হয়। পেঁয়াজের প্রাকৃতিক ঝাল স্বাদ আর ময়দার মৃদু ক্রিস্পি টেক্সচার মেঘলা বিকেলে শরীর গরম রাখতে সাহায্য করে। বিশেষ করে চায়ের সঙ্গে এটি অতুলনীয়।

    ২. আলু চপ — সহজ, সাশ্রয়ী আর মজাদার
    আলু চপ এমন একটি নাস্তা যা সহজেই প্রস্তুত করা যায়, কিন্তু স্বাদে কোনও কমতি থাকে না। সেদ্ধ আলু আর মশলা দিয়ে পুর তৈরি করে, তা ময়দার কোটে ডুবিয়ে তেলেতে ভাজা হয়। গরম গরম আলু চপের সঙ্গে টক-মিষ্টি চাটনি বা লেবু চাপিয়ে খেলে মেঘলা বিকেল আরও মধুর হয়ে ওঠে। এই খাবারটি ছোট-বড় সবার প্রিয়, কারণ এটি গরম গরম খেলে শরীর গরম রাখে এবং ক্ষুধাও মেটায়।

    ৩. মুড়ি ও চানা চটপটি — হালকা আর ঝাল স্বাদের মেলবন্ধন
    মুড়ি ও সেদ্ধ চানা দিয়ে তৈরি এই নাস্তা মেঘলা আবহাওয়ার জন্য একদম আদর্শ। এতে টকটকে লেবুর রস, কাঁচামরিচ কুঁচি, কাটা টমেটো ও সরিষার তেল মিশিয়ে একটা ঝাল-মিষ্টি স্বাদ তৈরি করা হয়। হালকা হলেও একদম তৃপ্তিদায়ক এই নাস্তা শরীর গরম রাখতে সাহায্য করে এবং হজমেও সহায়ক।

    ৪. চিজি স্যান্ডউইচ — আধুনিক বিকেলের আরাম
    গরম গরম গ্রীল করা স্যান্ডউইচে গলানো চিজ আর টমেটোর স্লাইস থাকলে বিকেলের আরাম অনেক গুণ বেড়ে যায়। এটি তৈরি করতে বাটার লাগানো ব্রেডে চিজ আর টমেটো রেখে গ্রিল করা হয় যতক্ষণ না ব্রেড খাস্তা ও চিজ গলে যায়। বৃষ্টির দিনে এই স্যান্ডউইচ গরম গরম খেলে শীত নেমে আসার অনুভূতি অনেকটাই প্রশমিত হয়।

    ৫. মিষ্টি দই আর মৌসুমি ফল — স্বাস্থ্যকর বিকেলের পরিপূরক
    মেঘলা বিকেলে অনেকেই একটু হালকা ও স্বাস্থ্যকর কিছু খেতে চান। সে ক্ষেত্রে মিষ্টি দইয়ের সঙ্গে মৌসুমি ফলের সংমিশ্রণ দারুণ বিকল্প। দই শরীরকে গরম রাখে, হজম ভালো করে আর ফল থেকে পাওয়া যায় ভিটামিন ও খনিজ পদার্থ। এটি একটি পুষ্টিকর ও মিষ্টি বিকেলের নাস্তা যা শরীরকে সতেজ ও শক্তিশালী করে।

    বিশেষ টিপস মেঘলা দিনের নাশতার জন্য
    নাস্তা গরম গরম খাওয়ার ব্যবস্থা রাখুন, যাতে ঠান্ডা হাওয়ার মধ্যে গরম খাবারের স্বাদ বজায় থাকে।

    সঙ্গে গরম চা বা কফি থাকলে মেজাজ আরও ভালো হয়।

    নাস্তার পরিমাণ হালকা রাখুন যাতে দুপুরের খাবারের ক্ষুধা কমে না।

    স্বাস্থ্যসম্মত উপাদান দিয়ে তৈরি নাস্তা বেছে নিন, যাতে শরীর পুষ্টি পায়।


    মেঘলা দিনে বিকেলের নাশতা শুধু ক্ষুধা মেটানোর মাধ্যম নয়, এটি একটি ছোট আনন্দের মুহূর্ত, যা শরীর-মন দুইটোকেই প্রশান্তি দেয়। গরম গরম খাবারের সঙ্গে মিষ্টি কিংবা ঝাল-মশলাদার স্বাদ মিলিয়ে নিন, আর উপভোগ করুন প্রকৃতির একান্ত সঙ্গে থাকা সেই নরম স্পর্শ।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ