সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • বৃষ্টির দিনে সঙ্গীই তো সবচেয়ে বড় উষ্ণতা

    বৃষ্টির দিনে সঙ্গীই তো সবচেয়ে বড় উষ্ণতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৃষ্টি নামলেই প্রকৃতি যেন এক নতুন ভাষায় কথা বলে। আকাশ ঢেকে যায় স্লেটি মেঘে, বাতাসে ছড়িয়ে পড়ে সোঁদা মাটির ঘ্রাণ। এই মনখারাপ করা রোমান্টিক আবহে মানুষ খোঁজে উষ্ণতা—এক কাপ চায়ে, একটি চাদরে, কিংবা সবচেয়ে আপন কারও সাহচর্যে।

    সচরাচর বলা হয়, "বৃষ্টির দিনে বাইরে যেও না"। কিন্তু মনের ভিতরের ডাকে সাড়া দিয়ে যারা বৃষ্টির দিনে কারও সঙ্গে সময় কাটান, তারা জানেন—সঙ্গীর উপস্থিতিই তখন সবচেয়ে বড় উষ্ণতা।

    হোক সেটা একসঙ্গে জানালা পাশে বসে গল্প বলা, অথবা এক কাপ গরম কফি ভাগ করে খাওয়া—এই ছোট ছোট মুহূর্তগুলো হয়ে ওঠে বড় অনুভবের নাম। প্রিয়জনের হাসি, চোখের চাহনি কিংবা নিঃশব্দ উপস্থিতিও যেন বৃষ্টির শব্দের চেয়ে জোরালো এক সুর সৃষ্টি করে।

    সাম্প্রতিক একটি সামাজিক গবেষণায় দেখা গেছে, বৃষ্টি কিংবা বৈরী আবহাওয়ার সময় মানুষ কাছের মানুষের সঙ্গে সময় কাটাতে আরও বেশি আগ্রহী হয়ে ওঠে। কারণ আবহাওয়ার রূপান্তর মানুষের আবেগেও প্রভাব ফেলে। এই সময়টাতে মানুষ নিরাপত্তা, উষ্ণতা এবং মানসিক সঙ্গ চায়।

    আজকাল শহুরে ব্যস্ততায় একসঙ্গে সময় কাটানোর সুযোগ অনেকটাই কমে এসেছে। অথচ একদিনের এমন রিমঝিম বিকেল, অল্প কিছু কথোপকথন কিংবা একসাথে ছাতা ধরা—স্মৃতির খাতায় জমে যায় অমূল্য এক মুহূর্ত হিসেবে।

    তাই বলা যায়, বৃষ্টির দিনে উষ্ণতার খোঁজে দূরে কোথাও যাওয়ার দরকার নেই। একজন মানুষ, যিনি পাশে থাকেন—তিনিই তখন সবচেয়ে বড় আশ্রয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ