সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • মাথায় শ্যাম্পু করা, যত্নে যত ফর্মুলা

    মাথায় শ্যাম্পু করা, যত্নে যত ফর্মুলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শ্যাম্পু করা মানেই কি শুধু চুল ধোয়া? না, এই ছোট্ট রুটিনের ভেতরে লুকিয়ে আছে অনেক যত্ন আর ভুলের ফাঁদও! সুন্দর, স্বাস্থ্যবান চুলের জন্য নিয়মিত মাথায় শ্যাম্পু করাটা যেমন দরকারি, তেমনি জানা দরকার কোনটা করবো আর কোনটা নয়।

    কেন শ্যাম্পু করা দরকার?
    প্রতিদিনের ধুলাবালি, ঘাম, তেল ও স্ক্যাল্পের মৃত কোষ জমে চুল হয়ে পড়ে রুক্ষ আর নিস্তেজ। শ্যাম্পু এই ময়লা পরিষ্কার করে চুলকে রাখে হালকা, পরিষ্কার আর প্রাণবন্ত।

    শ্যাম্পু করার সঠিক পদ্ধতি
    ১. চুল ভালোভাবে ভিজিয়ে নিন।
    ২. ছোট পরিমাণ শ্যাম্পু নিয়ে হাতে ঘষে ফেনা তৈরি করুন।
    ৩. স্ক্যাল্পে আলতো করে ম্যাসাজ করুন আঙুলের ডগা দিয়ে। (নখ দিয়ে নয়!)
    ৪. ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
    ৫. প্রয়োজনে কন্ডিশনার ব্যবহার করুন চুলের ডগায়।

    যে ভুলগুলো এড়িয়ে চলা উচিত
    > প্রতিদিন শ্যাম্পু করা অনেক সময় চুলকে শুষ্ক করে তোলে। সপ্তাহে ২-৩ বার যথেষ্ট।

    > অনেকেই মনে করেন বেশি ফেনা মানেই ভালো পরিষ্কার — এটা ভুল।

    > গরম পানি দিয়ে মাথা ধুলে চুলের স্বাভাবিক তেল চলে যায়। হালকা গরম বা ঠান্ডা পানি ব্যবহার করুন।

    > একই শ্যাম্পু বছরের পর বছর ব্যবহার করলে স্ক্যাল্প অভ্যস্ত হয়ে পড়ে, মাঝে মাঝে পরিবর্তন করতে পারেন।

    ন্যাচারাল শ্যাম্পু কি ভালো?
    আজকাল হারবাল বা সালফেট-ফ্রি শ্যাম্পু জনপ্রিয় হচ্ছে, কারণ এগুলো কম কেমিক্যালযুক্ত ও স্ক্যাল্প-ফ্রেন্ডলি। যদি আপনার চুলে হেয়ারফল বা ড্যান্ড্রাফ থাকে, তাহলে বেশি কেমিক্যাল যুক্ত শ্যাম্পু এড়িয়ে চলাই ভালো।

    টিপস ফর হেলদি হেয়ার
    > শ্যাম্পুর পাশাপাশি নিয়মিত তেল ম্যাসাজ করুন।

    > ভেজা অবস্থায় চুল আঁচড়াবেন না।

    > চুল শুকাতে রগড়ে না ঘষে, তোয়ালে দিয়ে হালকা চাপ দিয়ে মুছুন।

    > মাসে একবার হেয়ার মাস্ক ট্রাই করতে পারেন।


    মাথায় শ্যাম্পু করা শুধুই একটি কাজ নয়, এটি নিজের প্রতি যত্ন নেওয়ার একটি অংশ। সঠিকভাবে শ্যাম্পু করলে আপনার চুল যেমন সুন্দর দেখাবে, তেমনি আপনি নিজেও ফিল করবেন ফ্রেশ, কনফিডেন্ট এবং রিফ্রেশড!


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ