সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • সোনারগাঁয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫-এর শুভ উদ্বোধন

    সোনারগাঁয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫-এর শুভ উদ্বোধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার (২৮ মে) সকালে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ (২৮ মে থেকে ৩ জুন) উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এ বছর পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য বিষয়: "শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সার্বজনীন"। সকাল ১১টায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী।

    উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডা. ফারজানা সুলতানা (জুনিয়র কনসালট্যান্ট), ডা. নাহিদ আফরোজ নিশি (মেডিকেল অফিসার—ডিজিজ কন্ট্রোল), মো. আব্দুল মতিন (হেলথ ইন্সপেক্টর), মো. মোশাররফ হোসেন (স্যানিটারি ইন্সপেক্টর), নুরুল ইসলাম (ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ), রমজান মিয়া (ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সাদিপুর ইউনিয়ন পরিষদ), হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী তাঁর বক্তব্যে বলেন, "সুন্দর জাতি গঠনে পুষ্টিকর ও সুষম খাদ্যের ভূমিকা অপরিহার্য। পুষ্টিকর খাবার বলতে বোঝায় এমন খাদ্য, যা আমাদের শরীরের সঠিক বৃদ্ধি সাধন করে, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় এবং সুস্থভাবে জীবনযাপন করতে সাহায্য করে। যেমন—দুধ, ডিম, মাছ, মাংস, শাকসবজি, ফলমূল ইত্যাদি। তবে পুষ্টিকর খাবার মানেই দামী খাবার নয়। সঠিক ধারণা থাকলে স্বল্প খরচেও পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা সম্ভব।"

    তিনি আরও বলেন, "শিশুদের বেড়ে ওঠা, শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধিতে সহায়ক এবং বয়স্কদের শক্তি ধরে রাখার জন্য পুষ্টিকর খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপুষ্টিকর খাবার যেমন—জাঙ্ক ফুড বা অতিরিক্ত মিষ্টিজাতীয় খাদ্য শরীরের ক্ষতি করে, ওজন বৃদ্ধি করে এবং নানা ধরনের রোগ সৃষ্টি করে।"

    উপস্থিত সবাইকে প্রতিদিন সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলার এবং সুস্থ জীবনযাপনের পরামর্শ দিয়ে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


    নতুন কাগজ/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ