সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ইবির অর্থনীতি বিভাগের ৩১তম ব্যাচের বিদায় র‌্যালি

    ইবির অর্থনীতি বিভাগের ৩১তম ব্যাচের বিদায় র‌্যালি
     ইবির মীর মশাররফ হোসেন ভবনের সামনে থেকে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বুধবার এ র‌্যালি বের হয়। 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের মাস্টার্স ৩১তম ব্যাচের বিদায় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

     ইবির মীর মশাররফ হোসেন ভবনের সামনে থেকে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বুধবার এ র‌্যালি বের হয়। 

    পরে র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। অর্থনীতি ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অর্থনীতি ক্লাবের সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন অর্থনীতি ক্লাবের কোষাধ্যক্ষ ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল জলিল পাঠান। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন অর্থনীতি ক্লাবের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।


    নাজমুল হুসাইন,ইবি,প্রতিনিধি। 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন