সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে চলছে, গাছের চারা লাগানোর এসাইনমেন্ট

    বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে চলছে, গাছের চারা লাগানোর এসাইনমেন্ট
    ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে চলছে, গাছের চারা লাগানোর এসাইনমেন্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে চলছে গাছের চারা লাগানোর এসাইনমেন্ট। 

    বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থীদের দেয়া হয়েছে এ ব্যতিক্রমধর্মী এসাইনমেন্ট—বৃক্ষরোপণ।

    ক্লাসের চার দেয়ালের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা এবার নেমেছে প্রকৃতির পাঠশালায়। প্রথাগত বই-খাতার বদলে হাতে তুলে নিয়েছে গাছের চারা। ব্যতিক্রমী এ উদ্যোগের পেছনে রয়েছেন বিভাগের চেয়ারম্যান, সহকারী অধ্যাপক মো. তারিফুল ইসলাম।

    শিক্ষার্থীদের শিক্ষক তারিফুল ইসলাম বলেন, শুধু গাছ লাগালে চলবে না, গাছ হতে হবে পরিবেশবান্ধব ও পুষ্টিগুণ সম্পন্ন। তাই ফলদ গাছের পাশাপাশি কিছু ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছ লাগাতে বলা হয়েছে। আমি সশরীরে উপস্থিত থেকে নির্দেশনা দিচ্ছি।

    অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে শিক্ষার্থীরা গাছ রোপণ করেছে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা,বিজ্ঞান ও প্রকৌশল ভবনের প্রাঙ্গণে। স্থান নির্বাচনের ক্ষেত্রেও ছিল বিশেষ বিবেচনা। নবনির্মিত ভবণের আশপাশ যেন বৃক্ষহীন বিরান ভূমি। আর এ ভূমি সবুজায়নের দায়িত্ব নিয়েছে দর্শন বিভাগের শিক্ষার্থীরা।

    এ বিষয়ে দর্শন বিভাগের চেয়ারম্যান মো.তারিফুল ইসলাম বলেন, আমরা চেয়েছি শিক্ষার্থীরা যাতে প্রকৃতির সঙ্গে সংযোগ তৈরি করে। গাছ লাগানো শুধু আনুষ্ঠানিকতা না হয়ে ওঠে একটা অভিজ্ঞতা, একটা দায়িত্ব। রক্ষণাবেক্ষণেও তারা যাতে মনোযোগ দেয়, সে দিকেই জোর দিয়েছি।


    মো. সাইফুল ইসলাম,নজরুল বিশ্ববিদ্যালয়, প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন