সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ভোলায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে গ্রাম পুলিশে চাকরির অভিযোগ

    ভোলায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে গ্রাম পুলিশে চাকরির অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে মোঃ মোশারেফ হোসেনের নিয়োগ নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বয়সসীমা অতিক্রম করেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি চাকরিতে যোগদান করেছেন এবং বর্তমানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন।

    জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মোশারেফ হোসেনের জন্মতারিখ ২১ অক্টোবর ১৯৬৫। সে হিসেবে ২০১৪ সালের ১৭ মে গ্রাম পুলিশের চাকরিতে যোগদানের সময় তার বয়স ছিল প্রায় ৪৮ বছর, যা প্রচলিত বিধি অনুযায়ী গ্রাম পুলিশে নিয়োগের জন্য গ্রহণযোগ্য নয় বলে অভিযোগ স্থানীয়দের।

    স্থানীয় সূত্রে জানা গেছে, তৎকালীন চৌকিদার কাজল ইসলাম অবসরে গেলে তার পুত্র মোঃ জামাল হোসেন পিতার অগ্রাধিকার সূত্রে চাকরির জন্য আবেদন করেন। এমনকি কয়েক মাস বিনা পারিশ্রমিকে অস্থায়ীভাবে দায়িত্ব পালনও করেন তিনি। তবে তাকে নিয়োগ না দিয়ে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে মোশারেফ হোসেনকে নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

    চাকরিতে যোগদানের পর থেকেই মোশারেফ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠে আসছে। স্থানীয় বাসিন্দারা জানান, তিনি বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার ফরম এবং ওয়ারিশন সনদ দেওয়ার ক্ষেত্রে অর্থ আদায় করেন। পাশাপাশি গ্রেফতার হওয়া ব্যক্তিদের পরিবারের কাছ থেকেও আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

    আরও অভিযোগ রয়েছে, ২ নম্বর ওয়ার্ডের মাদক ও জুয়ার স্পট থেকে নিয়মিত চাঁদা আদায় করেন তিনি। বর্তমানে ভোটার আইডিতে বয়স কমিয়ে চাকরির মেয়াদ বাড়ানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে। যদিও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার অবসর গ্রহণের সময় মাত্র পাঁচ মাস বাকি।

    স্থানীয় কয়েকজন নাগরিক জানান, একজন বয়স্ক ও বিতর্কিত ব্যক্তিকে দিয়ে ওয়ার্ডের নিরাপত্তা ও নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব নয়। তারা দাবি করেন, মোশারেফ হোসেনকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে একজন সৎ, যোগ্য ও উপযুক্ত বয়সের প্রার্থীকে নিয়োগ দেওয়া হোক।

    এ বিষয়ে ধনিয়া ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা উপজেলা প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ