সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ত্বকের সুস্থতা ও সুরক্ষার জন্য ভিটামিন এফ

    ত্বকের সুস্থতা ও সুরক্ষার জন্য ভিটামিন এফ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্বকের সুস্থতা ও সুরক্ষার জন্য ভিটামিন এফ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। যদিও ‘ভিটামিন’ নাম থাকলেও এটি আসলে দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের সমন্বয় আলফা-লিনোলেনিক অ্যাসিড (এএলএ) ও লিনোলিক অ্যাসিড (এলএ)।  এএলএ একটি ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং এলএ একটি ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড। মানবদেহে এই উপাদানদ্বয় তৈরি হয় না, তাই এগুলো খাদ্য থেকে গ্রহণ করাই একমাত্র উপায়।

    ত্বকের যত্নে ভিটামিন এফ এর গুরুত্ব

    এএলএ এবং এলএ ত্বকের ব্যারিয়ার ফাংশন উন্নত করে, ত্বক ও চুলের শুষ্কতা কমায় এবং প্রদাহ হ্রাস করে। অধিকাংশ চর্মরোগেই ত্বকের এই প্রাকৃতিক বাধা বা স্কিন ব্যারিয়ার ভেঙে পড়ে, তাই চিকিৎসার সহায়ক উপাদান হিসেবে ভিটামিন এফ বিশেষ গুরুত্বপূর্ণ।

    সিনিয়র কনসালট্যান্ট ডা. অনিল কে ভি মিনজ জানিয়েছেন, “এএলএ ও এলএ এই দুই ফ্যাটি অ্যাসিডকেই 'অপরিহার্য' বলা হয়, কারণ শরীর এগুলো নিজে থেকে তৈরি করতে পারে না। খাদ্য থেকেই এদের গ্রহণ করতে হয়। এএলএ থেকে ইপিএ ও ডিএইচএ তৈরি হয়, যা মস্তিষ্ক ও হৃদয়স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। অপরদিকে, এলএ থেকে তৈরি হওয়া ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড ত্বকের যত্ন ও প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করে।”

    ভিটামিন এফ এর উপকারিতা

    * কোষের মেমব্রেন বা আবরণ গঠনে সহায়তা করে।
    * মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকারিতায় ভূমিকা রাখে।
    * রক্তচাপ, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করে।
    * ত্বকের আর্দ্রতা, মসৃণতা ও প্রাকৃতিক বাধা বজায় রাখে।
    * ত্বকে অতিরিক্ত তেল নিঃসরণ রোধ করে ও ব্রণ কমাতে সাহায্য করে।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ