সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • পুরুষের থেকে নারীদের হৃদরোগে মৃত্যু ঝুঁকি বেশি

    পুরুষের থেকে নারীদের হৃদরোগে মৃত্যু ঝুঁকি বেশি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বজুড়ে নারীদের মধ্যে মৃত্যুর প্রধান কারণগুলোর একটি হলো হৃদরোগ। কিন্তু এখনও অনেকেই মনে করেন, এটি শুধুই পুরুষদের সমস্যা। এই ভুল ধারণা নারীদের ক্ষেত্রে দেরিতে রোগ নির্ণয় ও চিকিৎসার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

    মার্কিন যুক্তরাষ্ট্রে ২০ বছর বা তার বেশি বয়সী নারীদের প্রায় অর্ধেকই কোনো না কোনো ধরনের কার্ডিওভাসকুলার ডিজিজে (সিভিডি) আক্রান্ত। বর্তমানে প্রায় ৬ কোটি নারী কোনো না কোনো ধরনের হৃদরোগে ভুগছেন।

    নারীদের হার্ট অ্যাটাক বা হৃদযন্ত্রের আক্রমণের উপসর্গ পুরুষদের চেয়ে আলাদা হতে পারে এবং অনেক সময় তা সূক্ষ্মভাবে প্রকাশ পায়, যা ভুলভাবে অন্য রোগ হিসেবে বিবেচিত হয়। এই বিশেষ উপসর্গগুলো চিনে নিয়ে দ্রুত চিকিৎসা গ্রহণ করা জীবন বাঁচাতে সহায়ক হতে পারে। নারীদের হার্ট অ্যাটাকের ৭টি উপসর্গ, যা পুরুষদের থেকে আলাদা সেগুলো হলো।

    গলা, চোয়াল ও পিঠের উপরের অংশে ব্যথা

    নারীরা অনেক সময় গলা, চোয়াল বা পিঠের ওপরের দিকে অস্বস্তি বা ব্যথা অনুভব করেন। এটি দাঁতের সমস্যা বা পেশীর টান ভেবে ভুল করা হয়, কিন্তু অন্য উপসর্গ থাকলে এটি হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে।

    শ্বাসকষ্ট

    কোনো রকম পরিশ্রম ছাড়াই হঠাৎ শ্বাসকষ্ট শুরু হওয়া, বিশেষ করে বুকের ব্যথা ছাড়াই, নারীদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হতে পারে। এটি প্রায়ই দুশ্চিন্তা বা অ্যাজমা ভেবে এড়িয়ে যাওয়া হয়।

    বমি বমি ভাব বা বমি করা

    নারীদের হার্ট অ্যাটাকের সময় অনেক সময় বমি বমি ভাব বা বমি হতে পারে, যা সর্দি-জ্বর বা হজমের সমস্যার সঙ্গে মিল থাকায় বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

    অস্বাভাবিক ক্লান্তি

    কোনো কাজ না করেও অতিরিক্ত দুর্বলতা বা ক্লান্তি অনুভব করা, যা দিনের পর দিন স্থায়ী হতে পারে, নারীদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।

    মাথা ঘোরা বা হালকা মাথা ব্যাথা হওয়া

    হঠাৎ মাথা ঘোরা, অচেতন হয়ে পড়া বা দুর্বল অনুভব করা, যা পানিশূন্যতা বা আতঙ্কজনিত সমস্যা হিসেবে ভুল ব্যাখ্যা হতে পারে।

    গ্যাস্ট্রিক বা বুকজ্বালা

    অনেক নারী হার্ট অ্যাটাকের সময় বুকজ্বালা বা গ্যাস্ট্রিকের মতো অনুভব করেন, যা সাধারণ হজমের সমস্যা মনে করে চিকিৎসা নিতে দেরি হয়।

    ঠাণ্ডা ঘাম

    কোনো কাজ না করেও হঠাৎ ঠাণ্ডা ঘামে ভিজে যাওয়া, যার সঙ্গে বমি বা মাথা ঘোরার মতো উপসর্গ থাকতে পারে। এটি হার্ট অ্যাটাকের সতর্ক সংকেত হতে পারে।

    যদি উপরোক্ত উপসর্গগুলোর যেকোনোটি দেখা যায়, তবে দ্রুত চিকিৎসা সহায়তা নেয়া উচিত।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ