মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নির্মাণের ১৫ দিনের মাথায় দেবে গেল সড়ক

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নির্মাণের ১৫ দিনের মাথায় দেবে গেল সড়ক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে সদ্য নির্মিত সড়ক দেবে গেছে। নির্মাণের মাত্র ১৫ দিনের মাথায় এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা সড়ক নির্মাণে অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও দায়সারা কাজের অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট ঠিকাদার ও এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে। বুড়াবুড়ি জামে মসজিদের সামনে একটি ইটবোঝাই ট্রাক ইট আনলোড করার জন্য পেছনের দিকে যাওয়ার সময় সড়কটি দেবে যাওয়ার এ ঘটনা ঘটে৷ 

    সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, যে স্থানে সড়ক দেবে গেছে, সেখানে সাবগ্রেড ও সাববেইজের কাজ করার পর ভারী বৃষ্টিতে বালি-খোয়া ভেঙে পাশের পুকুরে চলে যায়। পরে ওই স্থানে ঠিকাদার আবার বালি ও খোয়া ফেলে ভরাট করে।  কিন্তু রোলার ব্যবহার না করে সরাসরি কার্পেটিং সম্পন্ন করা হয়। এছাড়াও এ সড়কে ব্যবহৃত পাথর, বালি ও ডাস্ট ছিল নিম্নমানের। প্রাইম কোট ছাড়াই তড়িঘড়ি করে ডেন্স কার্পেটিং করে কাজ শেষ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।  

    এলজিইডির সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে বুড়াবুড়ি বাজার থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত  ১৫৬৫ মিটার সড়ক উন্নয়নের জন্য ১ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ১৭৯ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি বাস্তবায়ন করেন ‘জারা এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে কয়েক জন মিলে কাজটি করেন বলে জানা গেছে৷ 

    স্থানীয় মো. বুধারু নামে এক ব্যক্তি জানান, ইট আনলোড করার জন্য একটি ট্রাক পিছনে বেগ দিলে মসজিদের সামনে সড়কটির একটি অংশ দেবে যায়৷ এর আগেও সেখানে ভেঙে গেছিলো কিন্তু কার্পেটিংয়ের আগে সেখানে খোয়া ও বালি আলগা করে ভরাট করার পর রোলিং না করে কার্পেটিং করা হয়৷ ফলে এমন সমস্যা। 

    একই কথা বলেন আমিরুল ইসলাম নামে আরেক বাসিন্দা, তিনি বলেন, সড়কটি কেমন নির্মাণ হয়েছে দেখেন। কাজ ভাল হলে তো এমন সমস্যা হতো না৷ তবে ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার হলে তাদের পাওয়া যায়নি৷  

    এছাড়া এলজিইডির আরও বিভিন্ন সড়ক নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ উঠেছে৷ উপজেলার তিরনইহাট ইউনিয়নের গুয়াবাড়ী থেকে বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া হাজিপাড়া পর্যন্ত এবং একই ইউনিয়নের তিরনইহাট বাজার থেকে শালবাহান পর্যন্ত সড়ক নির্মাণের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম ও এলজিইডি অফিসের দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন,এলজিইডির সব কাজ দেখভাল ও তদারকি করেন জয়নাল আবেদিন নামে এক সার্ভেয়ার৷ তিনিই অফিসের কর্তা হিসেবে ব্যাক ( সকল) প্রকল্পের তদারকি করেন। সব প্রকল্পের সাইড ইঞ্জিনিয়ারের দায়িত্বও পালন করেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে।

    উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান বলেন, “ইউএনও স্যারসহ আমরা ঘটনাস্থলে যাচ্ছি। যেভাবে ট্রিটমেন্ট করলে তা টিকবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু বলেন, “বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে গিয়ে কাজের মান ও আগের দুর্বল জায়গা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷ 

    সড়কটি দেবে গেলেও এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট স্থানে হয়েছে বলে নিশ্চিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


    আমির খসরু লাবলু, পঞ্চগড় প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন