সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • মুন্সীগঞ্জে জোয়ারের তোড়ে ভেসে গেল শতাধিক গরু

    মুন্সীগঞ্জে জোয়ারের তোড়ে ভেসে গেল শতাধিক গরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মুন্সীগঞ্জের গজারিয়ার হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রামের পাশে অবস্থিত একটি খাল পাড় হওয়ার সময় জোয়ারের প্রবল স্রোতে শতাধিক গরু ভেসে গেছে। এ ঘটনায় শুক্রবার (২৩ মে) বিকাল ৪টার দিকে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।

    স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো গরুগুলো সকালে চরে ঘাস খাওয়ার জন্য খাল পাড়ি দেয় এবং বিকালে বাড়ি ফেরে। কিন্তু শুক্রবার বিকালে হঠাৎ জোয়ারের পানি বেড়ে যাওয়ায় এবং কচুরিপানার চাপে খালের স্রোত বেড়ে যায়। এতে খাল পার হতে গিয়ে গরুগুলো স্রোতে ভেসে যায়।

    প্রথমিকভাবে ৩৬টি গরুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে প্রায় ৬৫টি গরু। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, এ ঘটনায় প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

    ভুক্তভোগী কৃষক মহসিন জানান, “আমার ৪টি গরু ভেসে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি।”  আরেক কৃষক আবু তালেব সুজন বলেন, “প্রতিদিনের মতো গরু চরে যায়, কিন্তু ফেরার সময় এমন ঘটনা ঘটবে আমরা কল্পনাও করি নাই।”

    স্থানীয় বাসিন্দা শ্যামল খান বলেন, “আজকের দিনটি আমাদের গ্রামবাসীর জন্য এক গভীর দুঃখের দিন হয়ে থাকবে। গ্রামে এমন দৃশ্য আগে কেউ দেখেনি।”

    হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু বলেন, বিষয়টি সম্পর্কে স্থানীয় ইউপি সদস্যদের খোঁজ নিতে বলা হয়েছে।


    গজারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফয়সাল আরাফাত বিন ছিদ্দিক জানান, “ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে প্রশাসন রয়েছে, যতটুকু সম্ভব সাহায্য করা হবে।”


    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, “আমরা ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা করছি, প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।”

    গ্রামে এখন শোকের আবহ, অনেক কৃষক এখনও তাদের গরু খুঁজে ফিরছেন। এই দুর্যোগ স্থানীয় কৃষি নির্ভর অর্থনীতিতে বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে।

     


    নতুন কাগজ/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ