মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • পঞ্চগড় সীমান্ত দিয়ে আসা ২১ বাংলাদেশি স্বজনদের কাছে হস্তান্তর

    পঞ্চগড় সীমান্ত দিয়ে আসা ২১ বাংলাদেশি স্বজনদের কাছে হস্তান্তর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসা ২১ জনকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করেছে সদর উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার ডোলো পুকুর আশ্রয়ন প্রকল্প কমিউনিটি সেন্টার থেকে তাদের হস্তান্তর করা হয়। পরে পরিবারের সদস্যরা তাদের নিয়ে বাড়ির উদ্দ্যেশে চলে যান।

    এসময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান, হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নুর ই আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 

    এদিকে, পরিবারের মাঝে ফিরতে পেরে খুঁশি ভারত থেকে আসা লোকজন। ভারত থেকে আসা আলেয়া বেগম বলেন, আমরা ভারতে বসবাস করে বিভিন্ন কাজের সাথে যুক্ত ছিলাম। এর মাঝে গত ২১ মে ভারতীয় পুলিশ আমাদের গুজরাট এলাকা থেকে আটক করে উড়োজাহাজে কলকাতা নিয়ে আসে। পরে কলকাতা থেকে বাসে করে এনে বিএসএফ সীমান্ত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এর পর বিজিবি আটক করে আমাদের। গত তিনদিন ধরে এই আশ্রয়ণ প্রকল্পে ছিলাম সবাই। এর মাঝে আজ আমাদের পরিবারের সদস্যরা এসে আমাদের খুলনায় নিজ বাড়িতে নিয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে, আজ নিজ বাড়িতে ফিরে যাচ্ছি।

    ভারত থেকে আসা ফরহাদ হোসেন বলেন, আমি পরিবার নিয়ে ভারতে থেকে কিটনাশক কোম্পানিতে কাজ করতাম। এর মাঝে আমাদের সবাইকে বাড়ি থেকে তুলে নেয় ভারতীয় পুলিশ। পরে আমাকে আলাদা স্থানে ছেড়ে দেয়। এদিকে স্ত্রী সন্তানের কোন খবর না পেলেও হঠাৎ বাংলাদেশের গণমাধ্যমে তাদের ছবি দেখি। এদিকে পঞ্চগড়ে পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করে আজ পরিবারকে নিতে এসেছি।

    হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই আলম বলেন, বৃহস্পতিবার রাতে ২১ জন আটক হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে ফোন করে তাদের আশ্রয়ণ প্রকল্পে রাখার বিষয়ে বলে। আমি তাদের থাকার ও খাবার ব্যবস্থা করি। আজকে তিনদিনের মাথায় তাদের অভিভাবক আসায় প্রশাসনের মাধ্যমে সবাইকে পরিবারের কাছে তুলে দেয়া হয়েছে। শিশু সহ সবাই তাদের নিজ পরিবারের কাছে ফিরে যাচ্ছে।

    পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, আইনি ভাবে আমরা তাদের পরিচয় নিশ্চিত করেছি, তারা বাংলাদেশে। এ বিষয়ে ঘটনার দিন থানায় জিডি করা আছে। আজকে তাদের পরিবারের সদস্যরা আসলে সকল আইনি প্রক্রিয়া শেষে তুলে দেয়া হয়েছে। যে সকল কার্যক্রম রয়েছে সকল প্রক্রিয়া সম্পন্য করা হয়েছে।

    পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে আটক ২১ জনকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়। এর মাঝে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়। তারা আসলে আজ তাদের হাতে তুলে দেয়া হয়েছে।

    এর আগে, গত বৃহস্পতিবার (২১ মে) ভোরে পঞ্চগড়ের সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে মেইন পিলার ৭৫৭ এর ১০ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ভারত থেকে দুই পুরুষ, ছয় নারী ও ১৩ শিশু সহ ২১ জনকে বাংলাদেশে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে নীলফামারী ৫৬ বিজিবির জয়ধরভাঙ্গা ক্যাম্পের সদস্যরা স্থানীয়দের মাধ্যমে তাদের আটকের পর থানা দুপুরে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে রাতে ২১ জনকেই ডোলোপুকুর আশ্রয়ণ প্রকল্পের কমিউনিটি সেন্টারে প্রশাসনের তত্ত্বাবধানে রাখা হয়।

    ফেরত আসা লোকজনের বাড়ি খুলনা জেলার দিঘলিয়া ও নড়াইল জেলার কালিয়া উপজেলার বিভিন্ন এলাকায়। তারা দীর্ঘদিন ধরে ভারতের গুজরাটে বাসা বাড়িতে ও ওয়ার্কসপে শ্রমিকের কাজ করতেন।


    আমির খসরু লাবলু, জেলা প্রতিনিধি পঞ্চগড় 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন