সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • সাংবাদিকদের বেতন-বোনাস ও ঈদের ছুটি নিশ্চিতের দাবি বিএফইউজে ও ডিইউজে’র

    সাংবাদিকদের বেতন-বোনাস ও ঈদের ছুটি নিশ্চিতের দাবি বিএফইউজে ও ডিইউজে’র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সাংবাদিকদের চলতি মাসের বেতন ও উৎসব বোনাস দ্রুত প্রদান এবং সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে সংবাদপত্রে ন্যূনতম এক সপ্তাহ ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

    শনিবার এক যৌথ বিবৃতিতে বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী, ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এ দাবি জানান।

    বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ঈদের ছুটি এগিয়ে এলেও এখনো অনেক প্রতিষ্ঠান সাংবাদিকদের বেতন ও ভাতা পরিশোধ করেনি। অনেক প্রতিষ্ঠান নামমাত্র বেতন দিয়ে ওয়েজবোর্ড বাস্তবায়নের ঘোষণা দিলেও তা কার্যকর করছে না। ফলে সাংবাদিকরা ঈদের আগে আর্থিক সংকটে পড়ছেন।

    তাঁরা অবিলম্বে বেতন ও বোনাস পরিশোধের আহ্বান জানান এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নেয়, তবে সরকার ঘোষিত সুবিধা গ্রহণে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেই অবস্থান নিতে বাধ্য হবে সাংবাদিক ইউনিয়ন।

    বিবৃতিতে আরও বলা হয়, সরকার ইতোমধ্যে ঈদুল আযহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। কিন্তু সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এখনো এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি।

    বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ সংবাদপত্রে ন্যূনতম এক সপ্তাহের ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন, যাতে সাংবাদিকরাও পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ পান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ