সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • বিটরুটের পুষ্টিগুণ বাড়াতে যেসব প্রাকৃতিক উপাদান মেশালে মিলবে বাড়তি উপকার

    বিটরুটের পুষ্টিগুণ বাড়াতে যেসব প্রাকৃতিক উপাদান মেশালে মিলবে বাড়তি উপকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিটরুট বা বিট একটি শক্তিশালী পুষ্টি উপাদান, যা ভিটামিন, খনিজ, প্রাকৃতিক নাইট্রেট, ফোলেট, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট বিটালাইনে সমৃদ্ধ। এটি রক্তচাপ নিয়ন্ত্রণ, রক্ত সঞ্চালন বৃদ্ধি, লিভার পরিষ্কার রাখা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর। গবেষণায় দেখা গেছে, নিয়মিত বিটরুটের রস পান করলে ব্যায়ামের সময় স্ট্যামিনা বাড়ে এবং প্রদাহজনিত সমস্যাও কমে।

    তবে শুধু বিটরুট নয়, এর সঙ্গে কিছু প্রাকৃতিক উপাদান মেশালে এর গুণাগুণ আরও বহুগুণে বেড়ে যায়। চলুন জেনে নিই কোন উপাদানগুলো বিটরুটের সঙ্গে মেশালে শরীরের উপকারিতা বাড়ে:

    ১. আদা
    বিটরুটের রসের সঙ্গে আদা মেশালে পাওয়া যায় অতিরিক্ত প্রদাহবিরোধী গুণ। আদায় থাকা জিঞ্জারল যৌগ প্রদাহ ও ব্যথা কমাতে সাহায্য করে। বিটরুট শরীরে অক্সিজেন সরবরাহ বাড়ায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, অন্যদিকে আদা কোলেস্টেরল কমাতে কার্যকর এবং হজমশক্তি উন্নত করে। এই দুই উপাদান একত্রে মেটাবলিজম বাড়ায় ও শরীরকে চাঙ্গা রাখে।

    ২. হলুদ
    হলুদে থাকা কারকিউমিন একটি শক্তিশালী অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। বিটরুটের সঙ্গে হলে এটি তৈরি করে এক শক্তিশালী ডিটক্স পানীয়। এই মিশ্রণ লিভারকে বিষমুক্ত রাখতে সাহায্য করে, পিত্ত নিঃসরণ বাড়ায় এবং কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে। এটি নিয়মিত খেলে শরীরে বিষাক্ত পদার্থ জমা হওয়ার ঝুঁকি কমে।

    ৩. লেবু
    লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অপরিহার্য। বিটরুটের সঙ্গে লেবুর রস মেশালে লিভার সক্রিয় হয়, পাচনতন্ত্র পরিষ্কার থাকে এবং শরীর থেকে টক্সিন বের হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, লেবুর ভিটামিন সি বিটরুটে থাকা আয়রন শোষণে সহায়তা করে—যা রক্তশূন্যতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।

    বিটরুট নিজেই একটি সুপারফুড হলেও, এর সঙ্গে আদা, হলুদ বা লেবুর মতো প্রাকৃতিক উপাদান যোগ করলে এটি হয়ে ওঠে আরও স্বাস্থ্যকর ও কার্যকর একটি পানীয়। নিয়মিত এই মিশ্রণগুলো গ্রহণ করলে শরীর থাকবে চনমনে, রোগ প্রতিরোধ ক্ষমতা হবে শক্তিশালী এবং হৃদ্‌যন্ত্র থেকে শুরু করে হজমতন্ত্র পর্যন্ত সবকিছু চলবে মসৃণভাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ