সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • রিকশাচালকের স্বপ্ন বাঁচাতে এগিয়ে এলেন তারেক রহমান

    রিকশাচালকের স্বপ্ন বাঁচাতে এগিয়ে এলেন তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক অসহায় রিকশাচালকের আকুতিতে সাড়া দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার উদ্যোগে সিলেট মহানগর বিএনপির নেতারা দ্রুত ব্যবস্থা নিয়ে রিকশাচালক রফিকুল ইসলামের ছেলেকে সৌদি আরব পাঠানোর বিমান টিকিটের ব্যবস্থা করেছেন।

    সূত্র জানায়, সিলেট নগরীর বাসিন্দা রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে রিকশা চালিয়ে একটি মাটির ব্যাংকে টাকা জমিয়ে ছেলের সৌদি আরব গমনের ভিসা করান। কিন্তু হঠাৎ করে জানতে পারেন, টিকিট কেনার মতো টাকা তার হাতে নেই এবং ভিসার মেয়াদও দ্রুত ফুরিয়ে আসছে। এতে তার স্বপ্ন বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়ে।

    এই মানবিক সংকটের বিষয়টি সামাজিক মাধ্যমে আলোচনায় আসে এবং তা পৌঁছে যায় বিএনপি নেতা তারেক রহমানের নজরে। তিনি দলীয় নেতাদের দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। সেই নির্দেশে বিএনপির সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও অন্যান্য নেতারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।

    শুক্রবার (২৩ মে) সিলেট নগরীর হাউজিং এস্টেটে এক অনুষ্ঠানে রফিকুল ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে টিকিট তুলে দেওয়া হয়।

    রফিকুল ইসলাম আবেগে আপ্লুত হয়ে বলেন, “আমার মতো এক গরিব রিকশাচালকের ডাকে সাড়া দিয়েছেন তারেক রহমান সাহেব—এটা আমার কল্পনারও বাইরে। তার সহায়তা না পেলে ছেলের স্বপ্ন ভেস্তে যেত। আমি তার কাছে চিরকৃতজ্ঞ।”

    এই সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার, সাংগঠনিক সম্পাদক জাকির মজুমদার, আব্দুল ওয়াহিদ সুহেল, দেওয়ান জাকির এবং যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তোফায়ের বাসিত তপু।

    রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “এটি শুধুই রাজনৈতিক দায়িত্ব নয়, বরং মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবেই আমরা পাশে দাঁড়িয়েছি।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ