সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ভ্রমণে সতেজ থাকতে চাইলে মেনে চলুন এই নিয়মগুলো

    ভ্রমণে সতেজ থাকতে চাইলে মেনে চলুন এই নিয়মগুলো
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভ্রমণ মানেই আনন্দ, বিশ্রাম আর নতুন অভিজ্ঞতা। তবে দীর্ঘ যাত্রা, ঘুমের অভাব, খাবারের অনিয়ম বা পরিবেশ পরিবর্তনের কারণে অনেকেই ভ্রমণে গিয়ে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। অথচ একটু সচেতন হলেই ভ্রমণ হয়ে উঠতে পারে আরও প্রাণবন্ত ও উপভোগ্য।

    নিচে থাকছে ভ্রমণে সতেজ থাকার ১০টি কার্যকর পরামর্শ—

    ১. ভ্রমণের আগের রাতে পর্যাপ্ত ঘুম
    ভ্রমণের আগে ৭–৮ ঘণ্টা ঘুমানো অত্যন্ত জরুরি। ঘুমের ঘাটতি থাকলে ক্লান্তি, মাথাব্যথা ও মেজাজ খিটখিটে হয়ে ওঠে। তাই যাত্রার দিন যেন বিশ্রাম নিয়ে শুরু হয়, তা নিশ্চিত করুন।

    ২. হালকা ও স্বাস্থ্যকর খাবার খান
    ট্রাভেলিংয়ের সময় অতিরিক্ত ঝাল বা তেল-মসলাযুক্ত খাবার না খাওয়াই ভালো। বদহজম বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। পরিবর্তে ফল, বাদাম, বিস্কুট বা হালকা স্ন্যাকস রাখুন সঙ্গে।

    ৩. পর্যাপ্ত পানি পান করুন
    ডিহাইড্রেশন হলে দ্রুত ক্লান্তি ভর করতে পারে। তাই ভ্রমণের সময় পানির বোতল সঙ্গে রাখুন এবং প্রতি ঘণ্টায় অন্তত এক গ্লাস পানি পান করুন।

    ৪. শরীরচর্চা বা হালকা স্ট্রেচিং
    দীর্ঘ সময় গাড়ি বা বিমানে বসে থাকলে মাংসপেশি শক্ত হয়ে যায়। প্রতি দুই ঘণ্টা পর পর একটু হেঁটে নেওয়া বা হালকা স্ট্রেচিং করলে শরীর সতেজ থাকে।

    ৫. আরামদায়ক পোশাক বেছে নিন
    ভ্রমণে ঢিলেঢালা ও হালকা কাপড় বেছে নিন। আবহাওয়ার ওপর ভিত্তি করে প্রয়োজনীয় পোশাক যেমন সানগ্লাস, হ্যাট বা সোয়েটারও সঙ্গে রাখতে ভুলবেন না।

    ৬. মানসিকভাবে প্রস্তুত থাকুন
    ভ্রমণে পরিকল্পনা মতো সবকিছু না-ও চলতে পারে। তাই অতিরিক্ত স্ট্রেস না নিয়ে পরিস্থিতি বুঝে নমনীয় থাকুন। সঙ্গীসাথীদের সঙ্গে হাসিখুশি পরিবেশ বজায় রাখুন।

    ৭. জরুরি ওষুধ সঙ্গে রাখুন
    জরুরি ব্যবহারের জন্য পেইন কিলার, অ্যান্টাসিড, ব্যান্ডএইডসহ প্রয়োজনীয় ওষুধ ও মেডিকেল কিট ব্যাগে রাখুন। কারও অ্যালার্জি থাকলে তা মাথায় রেখেই প্রস্তুতি নিন।

    ৮. যাত্রার মাঝে বিরতি নিন
    নিজে গাড়ি চালালে প্রতি ২ ঘণ্টা পরপর বিরতি নিয়ে বিশ্রাম নিন। তাতে চালকও সতেজ থাকবেন, সঙ্গীরাও হাঁটাহাঁটি করে ক্লান্তি কাটাতে পারবেন।

    ৯. মোবাইল স্ক্রিনে নয়, প্রকৃতিতে মন দিন
    ভ্রমণস্থানের প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি উপভোগ করুন। স্মার্টফোনে সারাক্ষণ ডুবে না থেকে চারপাশ দেখলে মন সতেজ হয়।

    ১০. অপ্রয়োজনীয় চাপ নেবেন না
    প্যাকিংয়ের সময় সবকিছু পারফেক্ট করতে গিয়ে মানসিক চাপ বাড়াবেন না। প্রয়োজনে চেকলিস্ট তৈরি করে নিন, আর সময় নিয়ে প্রস্তুতি নিন।


    দৈএনকে/এসএ

    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ