সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • পাংশায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত

    পাংশায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজবাড়ীর পাংশায় ওভার‌টেকিং কর‌তে গি‌য়ে ট্রাক চাপায় মোটরসাই‌কে‌লের দুই আ‌রোহী নিহত হ‌য়ে‌ছে। 

    বুধবার (২১ মে) বিকা‌লে রাজবাড়ী-কু‌ষ্টিয়া অঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার মাছপাড়া ইউ‌নিয়‌নের পাগলার মোড় এলাকায় এ ঘটনা ঘ‌টে।

    নিহতরা হ‌লেন, কু‌ষ্টিয়ার খোকশা উপজেলার কমলাপুর এলাকার মৃত হাবু শেখ এর ছেলে কোরবান শেখ (৫৫)।  এবং একই উপজেলার জানিপুর এলাকার মৃত ফণীভূষণ রায় এর ছেলে অশোক কুমার রায় (৬৫)।  

    পাংশা হাইও‌য়ে থানার সার‌জেন্ট মোঃ সবুজ মিয়া ব‌লেন, পাংশা শিকদার জুয়েলার্স স্বর্ণের দোকান থেকে হালখাতা করে পাংশা থে‌কে মোরসাই‌কে‌ল যোগে খোকসা যা‌চ্ছি‌লো দুজন। প‌থে মাছপাড়া ইউনিয়নের পাগলের মোড় এলাকায় পৌছালে সাম‌নে থাকা এক‌টি ট্রাককে ওভার‌টে‌কিং কর‌তে গি‌য়ে চাপা প‌ড়ে। প‌রে স্থানীয়রা তা‌দের গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার ক‌রে পাংশা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক ডা. তানসু সোমা তা‌দের মৃত ঘোষণা ক‌রে।

    মোঃ সবুজ মিয়া আরও ব‌লেন, খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। ঘটনার পরপরই ট্রাক নি‌য়ে চালক পা‌লি‌য়ে যায়। তা‌দের আট‌কের চেষ্টা অব‌্যহত র‌য়ে‌ছে।

    এ‌দি‌কে দুপুর সা‌ড়ে বা‌রোটার‌ দি‌কে উপজেলার হাবাসপুর ইউ‌নিয়‌নে মোটরসাই‌কে‌লের ধাক্কায় এক কৃষক নিহত হ‌য়ে‌ছে। 

    নিহত ওই কৃষ‌কের নাম লোকমান হোসেন (৪৮)। সে হাবাসপুর মাঠপাড়া গ্রামের বা‌সিন্দা।

    পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দুপু‌রে হাবাসপুর বাজারে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মটরসাইকেল লোকসান সেন‌কে স্বজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। প‌রে গুরুতর আহতঅবস্থায় পরিবারের লোকজন তাকে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


    প্রেরক সৈকত শতদল পাংশা, রাজবাড়ী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ