মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • পঞ্চগড়ে ফসলি জমির মাটি কেটে বালু-পাথর উত্তোলন, ১ মাসের কারাদণ্ড

    পঞ্চগড়ে ফসলি জমির মাটি কেটে বালু-পাথর উত্তোলন, ১ মাসের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের সদর উপজেলায় ফসলি জমির মাটি কেটে বালি ও পাথর উত্তোলন এবং পরিবহণের দায়ে ইয়াকুব আলী (৬৯) নামে এক ব্যাক্তিকে এক মাসের বিনাশ্রম  কারাদণ্ড  দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

    মঙ্গলবার দুপুরে উপজেলার সাতমেড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই  কারাদণ্ড  প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী। এসময় বালি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টরের ব্যাটারী জব্দ করে সদর থানা পুলিশের জিম্মায় দেয়া হয়। পরে পুলিশের মাধ্যেমে  কারাদণ্ড প্রাপ্ত ইয়াকুব আলীকে জেলহাজতে প্রেরণ করা হয়।

    দণ্ডাদেশ প্রাপ্ত ইয়াকুব আলীর বাড়ি সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের প্রধানপাড়া এলাকায়। তিনি বালি ও পাথর ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের মাঝিপাড়া সেতুর পূর্বপাশে ফসলি জমির মাটি কেটে অবৈধভাবে বালি ও পাথর উত্তোলন করে পরিবহণ করছিলেন ইয়াকুব আলী। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী। 

    এসময় এঘটনায় জড়িত বালি ও পাথর ব্যবসায়ী ইয়াকুব আলীকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় এক মাসের বিনাশ্রম  কারাদণ্ড  প্রদান করা হয়।

    এদিকে, অভিযানের খবর পেয়ে মাটি কেটে বালি ও পাথর উত্তোলন এবং পরিবহনের সাথে জড়িত শ্রমিকেরা তাদের বেলচা সহ সরঞ্জামাদি নিয়ে পালিয়ে যান।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

    ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী বলেন, ফসলি জমির মাটি কেটে বালি ও পাথর অবৈধভাবে উত্তোলন এবং পরিবহন করা হচ্ছে এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। পরে এঘটনায় জড়িত একজনকে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। আগামীতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন