মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • বর্ষা এলেই ডুবে যায় কুড়িগ্রাম শহর

    বর্ষা এলেই ডুবে যায় কুড়িগ্রাম শহর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সামান্য বৃষ্টিতে যদি একটি শহরের হৃদয় ডুবে যায়, তবে সেই শহরের পরিকল্পনায় যে ফাঁক রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। কুড়িগ্রাম শহর যেন এক নির্মম বাস্তবতার নাম, যেখানে আকাশ কাঁদলেই মাটিতে থেমে যায় জনজীবন। সরকারি ভবনের প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের মূল সড়ক—সবই একাকার হয়ে যায় বৃষ্টির পানিতে। 

    ছবিগুলো বলছে, ‘জেলা প্রশাসকের কার্যালয়’, ‘টিসিবি অফিস’ কিংবা শহরের প্রাণকেন্দ্র—কোথাও স্বাভাবিকভাবে চলাচলের উপায় নেই। শিশু সাইকেল নিয়ে ঠেলে যাচ্ছে, মানুষ হাঁটু সমান পানিতে হেঁটে যাচ্ছে অফিসে, কেউ কেউ আবার মোটরসাইকেল নিয়ে দুর্ভোগ ঠেলে পেরোচ্ছে সেই জলমগ্ন পথ। এই চিত্র নতুন নয়—প্রতি বর্ষায় কুড়িগ্রাম যেন স্মরণ করিয়ে দেয় নগর পরিকল্পনার ব্যর্থতা, ড্রেনেজ ব্যবস্থার দৈন্যতা এবং নাগরিক অধিকার হরণের করুণ বাস্তবতা।

    প্রশাসনের চোখ বন্ধ থাকলেও বৃষ্টির ফোঁটা যেন বারবার আঙুল তোলে সেই ব্যর্থতার দিকে। উন্নয়নের প্রচার যতই হোক না কেন, একটি শহর যদি বর্ষায় থেমে যায়, তবে সেই উন্নয়ন কাগজে লেখা সংখ্যার বেশি কিছু নয়। প্রশ্ন জাগে—এই পানিবন্দি শহর কি কেবল প্রকৃতির খামখেয়াল? নাকি দীর্ঘদিনের গাফিলতি, অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার ফল? কুড়িগ্রামের মানুষ আর সহ্য করতে চায় না। তারা চায় কার্যকর ড্রেনেজ, পরিকল্পিত নগরায়ন ও জনবান্ধব ব্যবস্থা। 

    এক টুকরো বৃষ্টি যেন আর তাদের জীবনের গতি থামিয়ে না দেয়। বর্ষা রোমান্টিক হতে পারে, কিন্তু যদি তা প্রতিবার এক শহরের ভবিষ্যৎকে ডুবিয়ে দেয়, তবে তা দুর্যোগের নামান্তর।


    কুড়িগ্রাম প্রতিনিধি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন