সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • সাভারে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

    সাভারে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাভারের ব্যাংক কলোনী এলাকায় শাহীন (২৬) নামের এক যুবককে প্রকাশ্যে মাথায় গুলি করে হত্যার ঘটনা ঘটে। ঘটনার পর মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। 

    সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকায় সাবিক সাংসদ, বিএনপি নেতা ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর বাড়ির সামনে আজ সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে শাহীন (২৬) নামে এক পরিবহন রংমিস্ত্রিকে প্রকাশ্যে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

    গুলির শব্দে আতঙ্কিত হয়ে এলাকাবাসী এদিক সেদিক ছোটাছুটি শুরু করেন এবং সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন তারা। হত্যার খবর পেয়ে ছুটে এসে ঘটনাস্থল ঘিরে রেখেছেন সাভার মডেল থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র‍্যাব সদস্যরা। তবে কারা কি উদ্দেশ্যে জনবহুল এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে থাকা একজন র‍্যাব সদস্য জানান, খুব কাছ থেকে ঐ যুবককে লক্ষ্য করে গুলি ছোঁড়া হলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    জানা যায় নিহত শাহীন সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুরের কোটাপাড়া এলাকার কবির হোসেনের ছেলে। সে ঘটনাস্থলের পাশেই বরুনের মালিকানাধীন একটি প্রাইভেটকার গ্যারেজে পেইন্টিং মিস্ত্রির কাজ করত। শাহীনকে গুলি করে হত্যার সংবাদ পেয়ে গ্যারেজ মালিক বরুন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

    প্রত্যক্ষদর্শীরা দৈনিক নতুন কাগজকে জানায়, সোমবার রাত সাড়ে ৯টারদিকে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শাহীন ও সাদা শার্ট পরিহিত এক ব্যক্তির সঙ্গে ব্যাংক কলোনির শাখা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তারা কিছু দূর হেটে গেলে সাদা শার্ট পরিহিত ব্যক্তি শাহীনের মাথায় গুলি করে পালিয়ে যান। ততক্ষণে শাহীন মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ হারান।

    নিহতের ছোট ভাই মো. আরিফ জানায়, আমার ভাই কারো কোনো ক্ষতি করেনি। তাহলে কেন তাকে হত্যা করা হলো। এখন তার একমাত্র শিশুপুত্র এবং স্ত্রীর কি হবে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

    শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ রাজধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে বিস্তারিত বলা যাবে।

    হত্যাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ। দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।


    সাইদুল আলম তৌহিদ সাভার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ