সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • দোয়ারাবাজারে সরকারি জমি দখলে নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ

    দোয়ারাবাজারে সরকারি জমি দখলে নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার-টেংরাটিলাবাজারে সড়কের পাশে দুটি স্থানে সরকারি জমি দখল করে খামার ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের দাবি, শান্তিপুর ও গিরিসনগর এলাকায় এসব ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার কারণে ভোগান্তিতে পড়েছেন তাঁরা।

    স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, গিরিসনগরের বাসিন্দা ব্যবসায়ী আতাউর রহমান ফরাজী দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে খামার ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করছেন। এ বিষয়ে শান্তিপুর গ্রামের বাসিন্দাদের কয়েকজন, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাসুদ মিয়া ও আবদুল আউয়াল পৃথকভাবে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তাঁরা বলেন, দোয়ারাবাজার উপজেলা সদর থেকে টেংরাটিলা গ্যাস ফিল্ড এলাকায় যাতায়াতের সড়কসংলগ্ন শান্তিপুর এলাকায় সরকারি জমি দখল করে আতাউর রহমান একটি পোলট্রি খামার গড়েছেন। সড়কটির পূর্ব দিকে তাঁর পোলট্রি খামারের পাশে স্থানীয় একটি মসজিদ আছে। সেখান থেকে আসা দুর্গন্ধে মুসল্লিদের সমস্যা হচ্ছে।

    আরেক অভিযোগে বলা হয়, গিরিসনগর গ্রামে খৈয়াজুরি বিলের পানিনিষ্কাশনের খালে মাটি ফেলে ভরাট করে মাছের ঘের করা হয়েছে। এতে পানি চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে এবং কৃষিজমিতে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। স্থানীয় বাসিন্দা জালাল উদ্দিন বলেন, ‘আমার জমিতে হাওরের পানি জমে থাকে। পানি নামতে না পারায় ধান কাটার সময় সমস্যা হয়।’শান্তিপুর এলাকায় সরকারি জমিতে গড়ে তোলা মাছ ও পোলট্রি খামার।

    এলাকাবাসী জানান, ‘সরকারি জমি দখল করে ব্যক্তিগত ব্যবসা করা এবং মানুষের ভোগান্তি বাড়ানো ঠিক নয়। আমরা দ্রুত দখলমুক্তির দাবি জানাচ্ছি।’সরকারি জমির অবৈধ দখলের বিষয়ে একটি প্রতিবেদন তৈরির কথা জানিয়ে দোয়ারাবাজার উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার রিপন চাকমা বলেন, ‘বিষয়টি নিয়ে আমি একটি প্রতিবেদন জমা দিয়েছি। এখন পরবর্তী সিদ্ধান্ত নেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।’তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আতাউর রহমান। তিনি বলেন, ‘সরকারি জমি দখলের অভিযোগ সত্য নয়। যেসব জায়গায় খামার করেছি, এগুলোর বেশির ভাগই আমার মালিকানাধীন। একটি প্লট নিয়ে সমস্যা রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।’

    দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) অরুপ রতন বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


    সুনামগঞ্জ প্রতিনিধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ