মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • সৈয়দপুরে ৮০ মেধাবী শিক্ষার্থীকে এক লাখ টাকার শিক্ষাবৃত্তি

    সৈয়দপুরে ৮০ মেধাবী শিক্ষার্থীকে এক লাখ টাকার শিক্ষাবৃত্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩য় থেকে ১০ম শ্রেণির ৮০ জন মেধাবী শিক্ষার্থীকে এককালীন এক লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ‘শিখনঘর’ নামের একটি টিউটোরিয়াল হোমের উদ্যোগে গেল শুক্রবার  বিকাল চারটায় সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে এই বৃত্তি প্রদান উপলক্ষে সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিখনঘরের পরিচালক ও সহায়ক মোস্তাফিজুর রহমান মিলন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ এবং সাংবাদিকগণ। শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

    এর আগে ২০২৪ সালের ২০ ডিসেম্বর স্থানীয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে মেধাযাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় সাড়ে ৭০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। সেখান থেকে যাচাই করে ৮০ জনকে বাছাই করা হয়।

    অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন পার্বতীপুরের বেনীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন এবং নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াহিদা আকতার। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী ফাবিয়া মোবাশ্বেরা এবং তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া জাহান শশী।

    শিখনঘরের পরিচালক মোস্তাফিজুর রহমান মিলন জানান, প্রতিবছরই এ ধরনের শিক্ষাবৃত্তি আয়োজন করা হবে।


    তৌসিফ রেজা, সৈয়দপুর 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন