মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • নেত্রকোনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই কৃষক নিহত 

    নেত্রকোনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই কৃষক নিহত 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোনার মোহনগঞ্জে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন। শনিবার সকালে উপজেলার পেরিরচর গ্রামের সামনে থাকা পেরির বিল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এরআগে শুক্রবার বিকাল ৩টার দিকে বজ্রপাতের ঘটনা ঘটে। 

    মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

    নিহতরা কৃষকরা হলেন, উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়নের পেরিরচর গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে পাপ্পু মিয়া (২৮) ও একই গ্রামের মজিবুর রহমানের ছেলে তানজিদ(১৮)। তারা মামাতো-ফুফাতো ভাই।

    জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির সামনে পেরির বিলে মাছ ধরতে যান  পাপ্পু ও তানজিদ।  বিকালে প্রবল বৃষ্টি ও বজ্রপাত হয়। দিনশেষে তারা বাড়ি ফেরেননি। রাতে পরিবারের লোকজন বিলে তাদের খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। পরে শনিবার সকালে পেরির বিলের একটি গাছের পাশে তাদের লাশ দেখতে পায় এলাকাবাসী। বেলা ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। তাদের শরীরের বিভিন্ন জায়গায় বজ্রপাতে পোড়ার চিহ্ন রয়েছে।

    মোহনগঞ্জ থানার ওসি  মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। স্বজনদের সঙ্গে কথা বলে আইনী ব্যবস্থা নেয়া হবে। #


    জেলা প্রতিনিধি, নেত্রকোনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন