মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • ঘরের ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু 

    ঘরের ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ে জালাসি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ম রিশাদ হোসেন (১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৮টার দিকে পঞ্চগড় পৌরসভার ৪নং ওয়ার্ডের আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন নিজ বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।

     জানা গেছে, নিহত রিশাদ  পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিলেন। একইসঙ্গে তিনি একজন হাফেজে কোরআন।

    নিহতের বাবা আব্দুর রশিদ জানান, “দু-তিন দিন ধরে ঘরের সিলিং ফ্যানটি কাজ করছিল না। আমি আমার ছেলেকে ফ্যানটি দেখতে বলি। সে ইলেকট্রিক যন্ত্রপাতি নিয়ে সেটি খোলার চেষ্টা করে। এ সময় ফ্যানের সুইচ অন অবস্থায় থাকায় হঠাৎ বিকট শব্দে ছিটকে পড়ে যায়।”পরে পরিবারের সদস্যরা দৌড়ে এসে দেখতে পান, রিশাদ মেঝেতে ফ্যানসহ পড়ে আছে। 

    তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই রিশাদ মারা যান৷ 

    রিশাদের অকাল মৃত্যুতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও স্থানীয়রা জানান, রিশাদ ছিল ভদ্র, মেধাবী ও ধর্মপ্রাণ একজন ছাত্র। তার মৃত্যুতে একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ থেমে গেল।

    পঞ্চগড় সদর থানার ওসি (ভারপ্রাপ্ত) আব্দুল্লা হিল জামান বলেন, “ঘটনার বিষয়টি জেনেছি। এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।”


    আমির খসরু লাবলু, পঞ্চগড় প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন