মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • সৈয়দপুরে ভয়াবহ আগুনে ২১ টি বসতঘর পুড়ে ছাই 

    সৈয়দপুরে ভয়াবহ আগুনে ২১ টি বসতঘর পুড়ে ছাই 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর সৈয়দপুরে দুই ঘন্টার আগুনে ২১ টি ঘড় পুড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি বাড়ি। বৈদ্যুতিক শার্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    শুক্রবার (১৬ মে ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের হিন্দু পাড়ায় এলাকায় এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে ।আসবাপত্রসহ নগদ টাকা, ধান-চাল, গরু-ছাগলসহ প্রায় ৭০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    স্থানীয় সূত্র জানায়,ঐ এলাকার পাতাসী বেগম এর বাড়ি থেকে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। পরে আগুন মুহূর্তেই ঐ এলাকার কয়েকটি ঘরে ছড়িয়ে যায়। উওরা ইপেজেট ফায়ার সার্ভিস দল এসে দীর্ঘ ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় আরও ৫০০ টি ঘর আগুন থেকে রক্ষা পেয়েছে।

    উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সিনিয়র স্টেশন অফিসার খুরশীদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই আমরা। এই আগুনে এখন পর্যন্ত যেটি জেনেছি ২১ টি বাড়ি পুড়ে গেছে ।


    নাজমুল হুদা, নীলফামারী প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন