সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • কেন্দ্রীয় দাবির বাস্তবায়নে নবীনগরে স্বাস্থ্য সহকারীদের কমিটি গঠন

    কেন্দ্রীয় দাবির বাস্তবায়নে নবীনগরে স্বাস্থ্য সহকারীদের কমিটি গঠন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, কেন্দ্রীয় কমিটির ঘোষিত দাবি বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শাখার উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন-এর সভাপতি মোহাম্মদ রকিব উদ্দিন খান।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফরহাদ।

    সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী মোহাম্মদ ইলিয়াস জাবেদ, লোকমান হোসেন, আব্দুল হান্নান, আইনুল হোসেন চৌধুরী, কাজী আনিছুর রহমান, ফারজানা সুমি, শরীফা বেগম ও মানসুরা মালা।

    সভায় সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের জন্য একটি উপদেষ্টা পরিষদ ও আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

    উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন:

    প্রধান উপদেষ্টা: মোহাম্মদ শফিকুল ইসলাম উপদেষ্টা: মোঃ শফিউল আলম, বখতিয়ার আহাম্মদ খান, হুমায়ুন কবির, শারমিন সুলতানা, রকিব উদ্দিন খান।

    আহবায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:

    আহবায়ক: মোহাম্মদ ইলিয়াস জাবেদ (ইব্রাহিমপুর), যুগ্ম আহবায়ক: রাসেল আহাম্মদ (নাটঘর), সদস্য সচিব: সাইফুল ইসলাম ফরহাদ (লাউর ফতেহপুর), সদস্য: লোকমান হোসেন (নবীনগর পূর্ব), আইনুল হোসেন চৌধুরী (জিনোদপুর), ফারজানা আক্তার সুমী (নবীনগর পূর্ব), শাহীনুর আক্তার (সলিমগঞ্জ), মানসুরা আক্তার মালা (শিবপুর)।

    সভায় বক্তারা হেলথ্ এসিস্ট্যান্টদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


    ইব্রাহীম খলিল, নবীনগর প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ