মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • সৈয়দপুরে নার্সিং শিক্ষার্থীদের সড়ক অবরোধে তীব্র যানজট

    সৈয়দপুরে নার্সিং শিক্ষার্থীদের সড়ক অবরোধে তীব্র যানজট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে ডিগ্রির সমমানের দাবিতে আন্দোলনে নেমেছেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে ওয়াবদা মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

    শিক্ষার্থীদের দাবি, তিন বছর ছয় মাস মেয়াদি 'ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি' কোর্সটি ডিগ্রির সমমান দিতে হবে। একইসঙ্গে ‘ডিপ্লোমা ইন মিডওয়াইফারি’ কোর্সেরও সমান স্বীকৃতি দাবি করেন তারা। দাবি আদায়ে ‘ডিপ্লোমাদের ডিগ্রি চাই’, ‘চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ স্লোগানে মুখর হয়ে ওঠে আন্দোলনস্থল।

    তারা বলেন, এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছরের কোর্স শেষ করলেই ডিগ্রি সমমানের স্বীকৃতি মেলে। অথচ নার্সিংয়ের ১১০ ক্রেডিটের দীর্ঘ কোর্স ও ইন্টার্নশিপ শেষে তারা ডিগ্রি না পেয়ে বৈষম্যের শিকার হচ্ছেন।

    অবস্থানে অংশ নিতে নীলফামারী জেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা সমবেত হন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে আন্দোলন আরও কঠোর হবে।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলমান রয়েছে এবং ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।


    তৌসিফ রেজা, সৈয়দপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন