সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • ঢাবি’র শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে নেত্রকোনায় অবস্থান কর্মসূচি

    ঢাবি’র শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে নেত্রকোনায় অবস্থান কর্মসূচি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে নেত্রকোনা সরকারি কলেজে অবস্থান কর্মসূচি পালিত  হয়েছে। কলেজ শাখা ছাত্রদলের ব্যানারে বৃহস্পতিবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

    অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন: জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, সহসভাপতি তৌফিক খান মিল্কী, সাখাওয়াত হোসেন হাইয়ুল, শামছুল হুদা শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সাঈদ ইমরান, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান দোলন, সদস্যসচিব কালাম তালুকদার ও পৌর ছাত্রদলের সদস্যসচিব মোত্তাকিম বিল্লাহ প্রমুখ। তারা সাম্য হত্যায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

    জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য। পরে বন্ধুরা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র শাহরিয়ার আলম সাম্য স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। 


    সঞ্জয় সরকার, নেত্রকোনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন