সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • অবরোধে বিপর্যস্ত ঢাকা, বৃষ্টিতে ভোগান্তি দ্বিগুণ

    অবরোধে বিপর্যস্ত ঢাকা, বৃষ্টিতে ভোগান্তি দ্বিগুণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর রমনা এলাকায় একযোগে দুটি স্থানে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির কারণে দুপুর থেকে বিকেল পর্যন্ত অচল হয়ে পড়ে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো। তার ওপর হঠাৎ শুরু হওয়া বৃষ্টিপাতে জনদুর্ভোগ আরও বেড়ে যায়।

    বুধবার (১৪ মে) দুপুর সোয়া ২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। তাদের এক দফা দাবি—ডিপ্লোমা ডিগ্রিকে স্নাতকের সমমান প্রদান। এর আগে দুপুর ২টা থেকে কাকরাইল মোড়ে অবস্থান নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তিন দফা দাবির ভিত্তিতে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে।

    দুই দফা অবরোধে মৎস্য ভবন, গুলিস্তান, পল্টন, ফার্মগেট, কারওয়ান বাজার, নিউ মার্কেট ও বাংলামোটরসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তীব্র যানজট দেখা দেয়। বিকেল সাড়ে ৫টার পর বৃষ্টি শুরু হলে দুর্ভোগ আরও চরমে পৌঁছে। বৃষ্টির কারণে অনেকে রিকশা ও গণপরিবহন না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যের পথে রওনা দেন।

    এ প্রসঙ্গে ট্রাফিক রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শফিকুল ইসলাম জানান, “শাহবাগ ও কাকরাইল—এই দুটি পয়েন্ট দীর্ঘ সময় অবরোধ থাকায় যান চলাচলে চরম বিপর্যয় দেখা দেয়। বিকেল ঘরমুখো মানুষের চাপ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়। আমরা বিভিন্ন পয়েন্টে যানবাহন ডাইভার্ট করার চেষ্টা করছি।”

    তিনি আরও জানান, বিকল্প পথ হিসেবে নীলক্ষেত, নিউমার্কেট, বাংলামোটর ও হেয়ার রোড ব্যবহার করতে বলা হয়েছে। তবে আন্দোলনকারীরা অনড় থাকায় মূল সড়ক এখনও সচল করা যায়নি।

    জবি শিক্ষার্থীদের তিন দফা দাবি:

    ১. বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি চালু করা (২০২৫-২৬ অর্থবছর থেকে)।
    ২. প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন।
    ৩. জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত একনেকে অনুমোদন ও বাস্তবায়ন।

    অন্যদিকে, ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে পরে শাহবাগ অভিমুখে রওনা হন। পুলিশের ব্যারিকেড অতিক্রম করে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং সন্ধ্যা পর্যন্ত সেখানেই বিক্ষোভ চালিয়ে যান।

    ঢাকাবাসীর অভিযোগ, অবরোধ ও আবহাওয়া—দুয়ের সম্মিলিত প্রভাবেই বুধবার রাজধানীতে এক বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছে। কর্মজীবী মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী, রোগী—সবারই চলাফেরা কঠিন হয়ে পড়ে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ