সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • আশুলিয়ায় পুকুরে ভাসমান ২ শিশুর মরদেহ উদ্ধার

    আশুলিয়ায় পুকুরে ভাসমান ২ শিশুর মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাভারের আশুলিয়ার নিখোঁজের ১২ ঘন্টা পর মাছের ঘের থেকে দুই মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

    বুধবার (১৪ মে) সকাল ৮টার দিকে পশ্চিম বাইপাইল শান্তিনগর এলাকার একটি মাছ চাষের পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী আশুলিয়া থানা পুলিশ কে জানায় পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে দুই শিশু মাদ্রাসা শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করে। 

    এলাকাবাসীর ধারনা সাঁতার না জানার কারণে শিশু দুইটির এই অকালমৃত্যু, স্থানীয় জলাশয় গুলো ফ্যাক্টরীর বর্জ্য এর কারণে দূষিত থাকায় তা সাঁতার শেখার জন্য উপযোগী নয়  সেই সাথে সাঁতার শেখার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করেন। 

    নিহত শিশুদের একজন হলেন পাবনার সাথিয়া থানার সাটিয়া কুল এলাকার রতন মোল্লার ছেলে লিমন মোল্লা (১১) এবং অন্যজন জামালপুর জেলার মাদারগঞ্জ থানার শিমুলিয়া এলাকার জিয়াউল সরদারের ছেলে মানিক মিয়া (৯)। তারা আশুলিয়ায় একটি মাদ্রাসায় অধ্যয়নরত ছিল।

    পুলিশ জানায়, সকাল ৭টার দিকে স্থানীয়রা শান্তিনগর এলাকার একটি পুকুরে দুইটি শিশুর মরদেহ ভাসতে দেখে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

    নিহত শিশুদের পরিবারের সদস্যরা জানান, গতকাল সন্ধ্যা থেকে লিমন ও মানিক নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর সকালে পুকুরে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে তারা সেখানে ছুটে যান এবং শিশু দুইটির লাশ দেখে পরিচয় নিশ্চিত করেন।

    আশুলিয়া  থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল্লাহ আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


    মোঃ সাইদুল আলম তৌহিদ, সাভার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ