মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • পঞ্চগড়ে বাজারে বিক্রি হচ্ছিল টিসিবির তেল, জব্দ করে নিলামে বিক্রি

    পঞ্চগড়ে বাজারে বিক্রি হচ্ছিল টিসিবির তেল, জব্দ করে নিলামে বিক্রি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের সদর উপজেলায় খোলা বাজারে মিলেছে টিসিবির সয়াবিন তেল। পরে তা জব্দ করে নিলামে বিক্রি করা হয়েছে। এঘটনায় এক ব্যবয়াসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পঞ্চগড় অফিস সমন্বিত এই অভিযান পরিচালনা করে নিলামে তেল বিক্রি ও ব্যবসায়ীকে জরিমানা করে ।

    অভিযান সূত্রে জানা যায়, সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজারের মীম ষ্টোর নামে এক মুদি দোকানে  টিসিবি পণ্য ক্রয় বিক্রয়ের অভিযোগে পাওয়া যায়। পরে অভিযোগের ভিত্তিতে ওই দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টিসিবি পণ্য লেভেল সহ ১৭টি বোতলে ৩৪ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। পরে জনসম্মুখে নিলামে দুই লিটারের বোতল ৩০০ টাকা দরে বিক্রি করা হয়। তবে প্রতিষ্ঠানকে ভোক্তা স্বার্থ বিরোধী কার্যক্রমে জড়িত থাকার দায়ে মীম ষ্টোরের মালিক গোলাম মোস্তফাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

    পঞ্চগড় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র রায় বলেন, সদর উপজেলার জগদল বাজারে টিসিবির সয়াবিন তেল পাওয়া যাচ্ছে এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। পরে দোকানটিতে দুই লিটার সয়াবিনের ১৭ টি বোতলে ৩৪ লিটার তেল পাওয়া যায়। বোতলের গায়ে ৩৫০ টাকা লিখা থাকলেও তা ৩০০ টাকা দরে উপস্থিত মানুষের মাঝে বিক্রি করা হয়। আগামীতেও জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


    আমির খসরু লাবলু, পঞ্চগড় প্রতিনিধি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন