সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক
  • নেত্রকোনায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

    নেত্রকোনায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোনার মদন উপজেলার মাহড়া ফকিরবাড়ি গ্রামের মাজহারুল ইসলাম মাজু হত্যা মামলার অন্যতম আসামী রতন ফকিরকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৪ (সিপিসি-২) এর একটি আভিযানিক দল রোববার রাত দেড়টার দিকে পাশ্ববর্তী কেন্দুয়া উপজেলার বাদে কেন্দুয়া (দুলাইন) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। রতন ফকির মাহড়া ফকিরবাড়ি গ্রামের মৃত
    মিজাজ আলীর ছেলে।

    র‌্যাব-১৪ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ আশরাফুল কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

    র‌্যাব সূত্র জানায়, মাজহারুল ইসলাম মাজুর সঙ্গে রতন ফকিরসহ অন্যান্য আসামীদের পাওনা টাকা সংক্রান্ত বিরোধ চলছিল। গত ২৯ মার্চ মাজহারুল ইসলাম মাজু স্থানীয় সিংহেরবাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি কাঁচা রাস্তায় পৌঁছামাত্রই আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে তার ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

    পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ এপ্রিল সকালে তিনি মারা যান।

    এ ঘটনায় মাজহারুল ইসলাম মাজুর ছোটভাই আজিজুল ফকির বাদী হয়ে মদন থানায় হত্যা মামলা দায়ের করেন।

    র‌্যাব কর্মকর্তা জানান, আসামী রতন ফকিরকে সোমবার দুপুরে মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 


    নেত্রকোনা প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ