সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • নবীনগরে ‘৯২ ব্যাচের বন্ধুরা সংবর্ধনা দিলেন প্রেসক্লাব সভাপতিকে

    নবীনগরে ‘৯২ ব্যাচের বন্ধুরা সংবর্ধনা দিলেন প্রেসক্লাব সভাপতিকে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯২ ব্যাচের মেধাবী ছাত্র ও সদ্য নির্বাচিত নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিকে সংবর্ধনা জানিয়েছেন তাঁর সহপাঠীরা।

    শনিবার সন্ধ্যা ৭টায় নবীনগর প্রেসক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

    ৯২ ব্যাচের সদস্য মো. মহসিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার। প্রেসক্লাবের সাবেক সভাপতি শ‍্যামাপ্রসাদ চক্রবর্তী শ‍্যামলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবীনগর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৯২ ব্যাচের সদস্য মো. অলিউল্লাহ, হাবিবুর রহমান টিটু, মোহাম্মদ জামাল হোসেন, আতাউর রহমান, আবুল কালাম, নাজমুল হক তুষার, শিক্ষক শাহ্ জাহান ভূঁইয়া, নূরে আলম, পাভেল হোসেন, শরিফ উদ্দিন ফারুক, শরিফ উদ্দিন আহমেদসহ অনেকেই।

    প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, জামাল হোসেন পান্না, পিয়াল হাসান রিয়াজ, মিঠু সূত্রধর পলাশ, মাহবুবুর রহমান, ইকরাম হোসেন ও আল-আমিন।

    আলোচনা শেষে প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির হাতে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা। অতিথিরা নবনির্বাচিত সভাপতির সাফল্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে নবীনগর প্রেসক্লাব আরও গতিশীল ও সক্রিয় ভূমিকা রাখবে।


    ইব্রাহীম খলিল, নবীনগর প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ