সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • বাচ্চাদের রাগ নিয়ন্ত্রণ করবেন যেভাবে

    বাচ্চাদের রাগ নিয়ন্ত্রণ করবেন যেভাবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাগ করা স্বাভাবিক একটি আবেগ। কিন্তু শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণ না করা গেলে তা ভবিষ্যতে আচরণগত সমস্যা তৈরি করতে পারে। শিশুরা যখন রাগে চিৎকার করে, জিনিসপত্র ছুঁড়ে ফেলে বা মারধর করে—তখন শুধু শাসন নয়, প্রয়োজন বুঝে সহানুভূতির সঙ্গে কার্যকর কৌশল অবলম্বনের।

    নিচে বাচ্চাদের রাগ নিয়ন্ত্রণে কিছু কার্যকর উপায় তুলে ধরা হলো:

    * রাগের কারণ বোঝার চেষ্টা করুন
    শিশুর আচরণের পেছনে কোনো অস্বস্তি, ক্ষুধা, ক্লান্তি কিংবা অবহেলার অনুভূতি লুকিয়ে থাকতে পারে। ধৈর্যের সঙ্গে প্রশ্ন করে বা পর্যবেক্ষণ করে কারণ জানুন।

    * শান্ত থাকুন, প্রতিক্রিয়াশীল হবেন না
    আপনি যদি উত্তেজিত হয়ে পড়েন, তাহলে শিশুও আরও চড়া প্রতিক্রিয়া দেখাতে পারে। ঠাণ্ডা মাথায় কথা বলুন এবং শিশু বুঝুক—আপনি তার পাশে আছেন।

    * বিকল্প শেখান
    রাগের সময় কিভাবে কথা বলতে হয়, কীভাবে নিজের আবেগ প্রকাশ করতে হয়—তা শেখানো জরুরি। “তুমি রাগ করছো, ঠিক আছে। কিন্তু জিনিস ভাঙা ঠিক নয়”—এভাবে বুঝিয়ে দিন।

    * রুটিন বজায় রাখুন
    শিশুর ঘুম, খাওয়া, খেলা ও পড়াশোনার একটি সুনির্দিষ্ট রুটিন থাকলে মানসিক স্থিরতা বজায় থাকে, যা রাগ কমায়।

    * নিরাপদ পরিবেশ তৈরি করুন
    রাগের সময় সে যেন নিজেকে ও অন্যকে ক্ষতি না করে, সে জন্য নিরাপদ জায়গা তৈরি করে দিন। তার পছন্দের খেলনা বা বই দিয়ে মনোযোগ অন্যদিকে ফেরান।

    * ইতিবাচক আচরণে প্রশংসা করুন
    যখন সে রাগ না করে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, তখন প্রশংসা করুন। এতে ভবিষ্যতে সে একই আচরণ করার চেষ্টা করবে।

    * পরামর্শ গ্রহণ করুন
    রাগের মাত্রা অতিরিক্ত হলে ও তা যদি শিশুর সামাজিক বা পারিবারিক জীবনে প্রভাব ফেলে, তবে শিশু মনোবিদের পরামর্শ নেওয়া উচিত।

    সন্তানের রাগ যেন তার স্বাভাবিক বিকাশের পথে বাধা না হয়ে দাঁড়ায়—সেই দায়িত্ব অভিভাবকদের। ভালোবাসা, বোঝাপড়া ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমেই রাগ নিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তুলুন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ