সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • সিনিয়র অ্যাডভোকেট হিসেবে সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত ৫ আইনজীবী

    সিনিয়র অ্যাডভোকেট হিসেবে সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত ৫ আইনজীবী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পাঁচজন অভিজ্ঞ আইনজীবীকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত (এনরোলমেন্ট) করা হয়েছে। শুক্রবার (৯ মে) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    একই সঙ্গে ৮৫ জন আইনজীবীকে আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, আর ৮৪ জনের আবেদন মুলতবি রাখা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ মে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে এনরোলমেন্ট কমিটি পুনর্গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।

    পুনর্গঠিত এ কমিটির সভা অনুষ্ঠিত হয় ৮ মে। সকল সদস্যের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে যাঁদের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করা হয়। তারা হলেন: অ্যাডভোকেট মুহাম্মদ নওশাদ জমির, অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম খলিল, অ্যাডভোকেট মোহাম্মদ আরশাদুর রউফ, অ্যাডভোকেট মনির হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন।

    এছাড়া সিনিয়র অ্যাডভোকেট হওয়ার জন্য আবেদন করা আরও ২০ জনের আবেদন স্ট্যান্ডওভার (মুলতবি) রাখা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ