সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • জনকণ্ঠ থেকে সাংবাদিকদের চাকরিচ্যুত:

    ডিআরইউর তীব্র নিন্দা ও পুনর্বহালের দাবি

    ডিআরইউর তীব্র নিন্দা ও পুনর্বহালের দাবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দৈনিক জনকণ্ঠ পত্রিকা থেকে একাধিক সাংবাদিককে হঠাৎ করে চাকরিচ্যুত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। চাকরিচ্যুত সাংবাদিকদের মধ্যে চারজন ডিআরইউর সক্রিয় সদস্য, যাদের পূর্ব কোনো নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে।

    শুক্রবার (৯ মে) এক বিবৃতিতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ জানান। তারা বলেন, “এই ধরনের পদক্ষেপ গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তার পরিপন্থী এবং শ্রম আইনের সুস্পষ্ট লঙ্ঘন।”

    উল্লেখ্য, গত ৪ মে ডিআরইউ সদস্য দীন ইসলাম পাঠান, মামুন-অর-রশিদ, শংকর কুমার দে ও তপন বিশ্বাসসহ আরও কয়েকজন সাংবাদিককে কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই চাকরি থেকে বরখাস্ত করে জনকণ্ঠ কর্তৃপক্ষ।

    এছাড়া ওই সময় সাংবাদিকদের ওপর শারীরিকভাবে হামলার অভিযোগও উঠেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডিআরইউ নেতারা বলেন, “এ ঘটনা শুধু পেশাজীবী নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং এটি সাংবাদিকতার স্বাধীনতাকেও প্রশ্নবিদ্ধ করে।”

    ডিআরইউ দাবি জানিয়েছে, অবিলম্বে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল করতে হবে এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ