সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • কোরবানির ঈদ সামনে রেখে নবীনগরে গরু পালনে ব্যস্ত খামারিরা

    কোরবানির ঈদ সামনে রেখে নবীনগরে গরু পালনে ব্যস্ত খামারিরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের অন্যান্য স্থানের মতো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাতেও জমে উঠেছে কোরবানির পশুর প্রস্তুতি। উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ছোট-বড় বহু খামার, যেখানে খামারিরা ব্যস্ত সময় পার করছেন দেশি-বিদেশি নানা জাতের গরু পরিচর্যায়।

    উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের জাফরপুর গ্রামের শিমু ডেইরী খামারের কর্ণধার জিয়াউর রহমান জিবু প্রতি বছরের মতো এবারও তার খামারে ৭টি উন্নত জাতের ষাড় প্রস্তুত করেছেন। ২০১২ সালে শখের বসে শুরু করা খামার এখন রীতিমতো সফল একটি উদ্যোগে পরিণত হয়েছে। নিজের ব্যবসার পাশাপাশি গরু পালনের এই খাতে তিনি আজ অনেকটাই স্বাবলম্বী।

    জানা গেছে, জিয়াউর রহমান তার খামারে কয়েকজন কর্মচারী রেখে গরুগুলোর নিয়মিত পরিচর্যা করাচ্ছেন। এসব গরু মোটা-তাজা করতে কোনো ধরনের কৃত্রিম ওষুধ বা ইনজেকশন ব্যবহার করা হয়নি। শুধুমাত্র দেশীয় খাদ্য যেমন নিজস্ব জমির ঘাস, বিচালি, খৈল, ভুসি ও ভুট্টা দিয়ে গরুগুলোর পুষ্টি নিশ্চিত করা হচ্ছে।

    খামার ঘুরে দেখা যায়, প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে আগ্রহী ক্রেতারা আসছেন গরু দেখতে ও কিনতে। বর্তমানে খামারটিতে থাকা গরুগুলোর ওজন ৭০০ কেজি থেকে ১ হাজার কেজি পর্যন্ত। খামার মালিক জানান, গরুগুলো হালাল উপায়ে লালন-পালন করায় স্থানীয়দের মধ্যে তার খামারের পশুর প্রতি আস্থা ও আগ্রহ অনেক বেশি।

    খামারি জিয়াউর রহমান বলেন, “অবৈধভাবে ভারত থেকে পশু আমদানি না হলে দেশের খামারিরা লাভবান হবে। আমি আশাবাদী, এবারও ভালো দাম পাবো।” তিনি আরও বলেন, “আমার খামারে আসা ক্রেতারা গরু দেখে পছন্দ হলে দামদর করে কিনে নিতে পারবেন।”

    স্থানীয় কৃষি বিভাগের তত্ত্বাবধান এবং খামারিদের সচেতনতায় নবীনগরের পশু খামারগুলো এখন ঈদ উপলক্ষে সাড়া জাগাচ্ছে। আশা করা হচ্ছে, স্থানীয় পর্যায়ে গড়ে ওঠা এসব খামার কোরবানির পশুর চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


    ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ