সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত

    রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

    মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার কোর্টে এই আদেশ দেওয়া হয়।

    আদালতে চিন্ময়ের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান, আর রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও আইনজীবী আরশাদুর রউফ।

    উল্লেখ্য, গত সপ্তাহে হাইকোর্ট চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিলে সেই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। চেম্বার আদালত শুরুতে জামিন স্থগিত করলেও পরবর্তীতে উভয়পক্ষের বক্তব্য শুনে নতুন করে শুনানির দিন নির্ধারণ করেন। আজ সেই শুনানির পর জামিন স্থগিত রাখার সিদ্ধান্ত আসে।

    চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি হয় ২০২৩ সালের ৩১ অক্টোবর, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে। এর আগে, ২৫ অক্টোবর তার নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বৃহৎ সমাবেশ হয়। ওই মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়।

    মামলার পর ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয় চিন্ময়কে। পরদিন আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান। ওই দিনই চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনী ও চিন্ময়ের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে সরকারি কৌঁসুলি সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।

    পরবর্তীতে ২ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন, যা বর্তমানে আপিল বিভাগে চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ