রবিবার, ০৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • আলো হয়ে ওঠে তারা" নারী ও শিশুর গল্পে আগামীর বাংলাদেশ

    আলো হয়ে ওঠে তারা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    একটি শিশু যখন প্রথম হাঁটতে শেখে, তার পায়ের শব্দে কাঁপে ভবিষ্যতের ভূমি। আর একটি মেয়ে যখন সাহস করে প্রথমবার নিজের কথা বলতে শেখে, তখন নড়ে ওঠে সমাজের শেকড়। নারী ও শিশুর এমন হাজারো ছোট ছোট গল্প নিয়েই গড়ে উঠছে আগামীর বাংলাদেশ—যেখানে স্বপ্নের সঙ্গে আছে সংগ্রাম, আর পথচলার পাশে আছে প্রতিজ্ঞা।

    বাংলাদেশের মাটিতে শিশুরা বেড়ে ওঠে গল্প শুনতে শুনতে—রূপকথা, বীরত্ব, ভালোবাসা আর কল্পনার জগতে। কিন্তু আজকের শিশুরা শুধু স্বপ্ন দেখে না, তারা নিজেরাই একেকটা গল্প হয়ে ওঠে। একজন বস্তির মেয়েও আজ স্কুলে যেতে চায়, একজন গ্রামের ছেলে স্বপ্ন দেখে মহাকাশে যাওয়ার।

    একইভাবে, নারীরাও আর শুধু কাঁধে সংসারের ভার বইছেন না। তারা নিজেদের পরিচয়ে, প্রতিভায়, পরিশ্রমে বদলে দিচ্ছেন সমাজের রূপ। এক সময়ের অবহেলিত নারী আজ শিক্ষক, চিকিৎসক, বৈজ্ঞানিক, উদ্যোক্তা কিংবা একজন জনপ্রতিনিধি। তারা গড়ছেন দেশ, গড়ছেন ভবিষ্যৎ।

    তবুও সব পথ মসৃণ নয়। অনেক নারী এখনো সহিংসতা, বৈষম্য, অবহেলার শিকার। অনেক শিশু এখনো ঝরে পড়ে শিক্ষার পথ থেকে, হারিয়ে যায় দারিদ্র্যের অন্ধকারে। কিন্তু একটাই আশার আলো—এই সমাজ ধীরে ধীরে জাগছে। একটি স্কুল খোলার জন্য আন্দোলন করে গ্রামের মা-বাবা, একটি শিশুর অধিকার রক্ষায় সোচ্চার হয় তরুণ সমাজ।

    নারী ও শিশুর সম্মিলিত শক্তি যেন একটি নদী—যার ধারায় ভাসে সভ্যতা, উন্নয়ন, মানবতা। এই শক্তিকে যথাযথ সম্মান, নিরাপত্তা, ও সুযোগ দিতে পারলেই বাংলাদেশ হয়ে উঠবে এক সত্যিকার অর্থে মানবিক রাষ্ট্র।

    আজকে যদি আমরা প্রতিটি শিশুকে ভালোবাসায় আগলে রাখি, প্রতিটি নারীর স্বপ্নকে সম্মান করি—তাহলেই আগামীকাল হবে আরও উজ্জ্বল, আরও সুন্দর। কারণ, তারা শুধু মানুষ নয়, তারা হলো সমাজের ‘আলো হয়ে ওঠা তারা’।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ