সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • সাংবাদিক টিপুর কারাদণ্ডের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

    সাংবাদিক টিপুর কারাদণ্ডের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরার তালা উপজেলায় সরকারি ভবন নির্মাণে অনিয়মের তথ্য চাইতে গিয়ে সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদণ্ড দেওয়ার ঘটনায় প্রতিবাদে উত্তাল সাতক্ষীরা। 

    বুধবার (২৩ এপ্রিল) সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা।

    মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী এবং সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ বেতার ও ইন্ডিপেনডেন্ট টিভির সাংবাদিক আবুল কাশেম। এতে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, মমতাজ আহমেদ বাপী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, বাসস ও বাংলা ভিশনের আসাদুজ্জামান, এখন টিভির আহসানুর রহমান রাজিব, ডিবিসির এম বেলাল হোসাইন এবং মানিবজমিনের এসএম বিপ্লব হোসেন প্রমুখ।

    বক্তারা বলেন, ‘‘সাংবাদিকদের প্রধান দায়িত্ব হলো তথ্য সংগ্রহ ও জনস্বার্থে অনিয়ম-দুর্নীতি প্রকাশ করা। সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি শাস্তির মুখে পড়তে হয়, তা গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি।’’

    তারা অভিযোগ করেন, তালা উপজেলা পরিষদের ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগে তথ্য সংগ্রহ করতে গেলে টিপুকে বাধা দেওয়া হয় এবং পরে তদন্ত ছাড়াই ইউএনও শেখ মো. রাসেল পক্ষপাতমূলকভাবে ১০ দিনের কারাদণ্ড দেন, যা সম্পূর্ণ বেআইনি ও ন্যায়বিচার পরিপন্থী।

    বক্তারা অবিলম্বে সাংবাদিক টিপুর মুক্তি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেলের প্রত্যাহার দাবি করেন। তারা জানান, দাবি পূরণ না হলে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

    উল্লেখ্য, মঙ্গলবার (২২ এপ্রিল) দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে তথ্য চাওয়ার পর এক হাতাহাতির ঘটনার প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ