সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • কটিয়াদীতে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা

    কটিয়াদীতে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কালের পরিক্রমায় কিশোরগঞ্জের কটিয়াদীতে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার এককালের জনপ্রিয় ঐতিহ্য — লাঠি খেলা। একসময় এই খেলা ছিল পাড়া-মহল্লা ও গ্রামীণ জীবনের প্রিয় বিনোদন। ঢাক-ঢোলের শব্দে মাঠে মাঠে, বাড়ির আঙিনায় গমগম করতো মানুষের ভিড়। কিন্তু প্রযুক্তিনির্ভর আধুনিক জীবনে জায়গা করে নিচ্ছে মোবাইল গেমস ও টিভি — আর হারিয়ে যাচ্ছে আমাদের শিকড়ের খেলা।

    একসময় গ্রামের দলনেতাদের উদ্যোগে গড়ে উঠত লাঠি খেলার দল। প্রতিযোগিতা হতো গ্রাম থেকে গ্রামে। শিশু, যুবক, বৃদ্ধ—সব বয়সী মানুষ এই খেলা দেখত প্রবল আগ্রহে। কেউ দেখতো বাড়ির চাল থেকে, কেউ জানালা খুলে, কেউবা পিড়ি পেতে বসে। এখন সেই মাঠগুলো শুনসান, আর লাঠিগুলো হয়তো কোন আড়ার কোণে পড়ে ধুলোমাখা।

    আজ আর নতুন কোনো লাঠি খেলোয়াড় দলের জন্ম হচ্ছে না। গ্রামীণ খেলাধুলার জায়গা দখল করেছে ক্রিকেট, ফুটবল, ভলিবল, এমনকি অনলাইনভিত্তিক গেম পাপজি বা ফ্রি ফায়ার। তবে এখনো দুই-একটি জায়গায়, স্মৃতির টানে, ঐতিহ্য ধরে রাখতে দেখা যায় লাঠি খেলার আয়োজন।

    মসুয়া গ্রামের আব্দুস সালাম বলেন, “আমার দাদা-বাবা দুজনেই ছিলেন লাঠি খেলোয়াড়। বাপ-দাদার স্মৃতি ধরে রাখতে আমি নিজেই লাঠি খেলার আয়োজন করেছি।”

    ৮১ বছর বয়সী চরপুক্ষিয়ার আলীম উদ্দিন অতীত স্মৃতিচারণ করে বলেন, “আগে লাঠি খেলা মানেই হইচই, মানুষে গিজগিজ করতো। এখনকার পোলাপান আর লাঠি চেনে না। ওরা মোবাইলের স্ক্রিনেই খেলা দেখে।”

    লাঠি খেলার কাঠামোও ছিল আকর্ষণীয়। প্রাকৃতিক তালে তালে ঢোল, কনেট, বাঁশি আর ঝুনঝুনির সঙ্গে খেলা চলত। তেল মাখানো চার থেকে পাঁচ ফুট লম্বা লাঠি ঘোরাতে ঘোরাতে খেলোয়াড়রা দেখাতেন রণকৌশল। খেলার সঙ্গে থাকত চুড়ি নৃত্য ও লোকগান।

    এই ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজন সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ। স্থানীয় প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলো যদি এগিয়ে আসে, তবে হয়তো এই খেলা আবার প্রাণ ফিরে পেতে পারে।


    নতুন/কাগজ/ছিদ্দিক/কটিয়াদী/কিশোরগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ