সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • আশুলিয়ায় স্ত্রীকে হত্যার পর গায়ে আগুন: স্বামী পলাতক

    আশুলিয়ায় স্ত্রীকে হত্যার পর গায়ে আগুন: স্বামী পলাতক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার সাভারের আশুলিয়ায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী শাহীন খন্দকার ওরফে সোহাগ (২৬) পলাতক রয়েছেন।

    মর্মান্তিক এ ঘটনা ঘটেছে রবিবার (২০ এপ্রিল) ভোররাতে আশুলিয়ার টংগাবাড়ী রংধনু মোড় এলাকায়। নিহত রোকসানা আক্তার রূপা (২৫) শেরপুর জেলার নলিতাবাড়ি থানার অলসপাড় এলাকার আব্দুর রশিদের মেয়ে। তিনি তার স্বামী শাহীন খন্দকারের সঙ্গে ওই এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন এবং ন্যাচারাল ইন্ডিগো লিমিটেড কারখানায় সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

    স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকতো। ঘটনার দিন ভোরে বাসার অন্যরা রান্নার প্রস্তুতি নিতে গিয়ে হঠাৎ রূপার কক্ষ থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখে এগিয়ে যান। পরে তারা রুমের ভেতরে তার অগ্নিদগ্ধ মরদেহ দেখতে পান। দ্রুত আগুন নিভিয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

    আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, “ঘটনাস্থল থেকে রোকসানার মরদেহ উদ্ধার করা হয়েছে। গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, যা প্রাথমিকভাবে হত্যার ইঙ্গিত দেয়। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে আগুন লাগানো হয়েছে।”

    তিনি আরও জানান, ঘটনার পর থেকেই রোকসানার স্বামী শাহীন খন্দকার পলাতক রয়েছেন। তাকে আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।

    স্থানীয়রা বিষয়টি গভীর শোক ও ক্ষোভের সঙ্গে দেখছেন এবং দ্রুত অভিযুক্ত স্বামীকে আইনের আওতায় এনে বিচার দাবি করেছেন।


    নতুন/কাগজ/সাইদুল/সাভার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ