সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক
  • বাংলাবান্ধা সীমান্তে দেশের সবচেয়ে উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড নির্মাণ শুরু

    বাংলাবান্ধা সীমান্তে দেশের সবচেয়ে উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড নির্মাণ শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে নির্মাণ হতে যাচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ড, যেখানে উড়বে গর্বিত লাল-সবুজ পতাকা। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এর ভিত্তিপ্রস্তর স্থাপন, একটি নতুন গেট নির্মাণ এবং সীমান্ত এলাকার সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী।

    জেলা প্রশাসন সূত্র জানায়, বাংলাবান্ধা সীমান্তের ভারতীয় অংশে ইতোমধ্যে প্রায় ১০০ ফুট উচ্চতার একটি ফ্ল্যাগ স্ট্যান্ডে ভারতীয় পতাকা ২৪ ঘণ্টা উড়ানো হয়। তবে বাংলাদেশ অংশে এতদিন বড় কোনো ফ্ল্যাগ স্ট্যান্ড ছিল না। বহুদিন ধরেই স্থানীয়দের দাবি ছিল, ভারতীয় ফ্ল্যাগ স্ট্যান্ডের চেয়েও উঁচু একটি স্ট্যান্ডে বাংলাদেশের জাতীয় পতাকা উড়বে বাংলাবান্ধায়। অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে।

    জেলা প্রশাসক সাবেত আলী বলেন, “বাংলাবান্ধা জিরো পয়েন্টে ভারতের পতাকা সর্বক্ষণ উড়তে দেখি। পঞ্চগড়বাসীর দীর্ঘদিনের ইচ্ছা ছিল—আমাদের জাতীয় পতাকাও যেন গর্ব করে আকাশে উড়ে। সেই দাবির প্রতিফলনেই এই উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।”

    এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মো. আব্দুল্লাহ, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

    এই ফ্ল্যাগ স্ট্যান্ড নির্মাণ প্রকল্প শুধু একটি কাঠামোগত উন্নয়ন নয়, এটি সীমান্ত অঞ্চলে জাতীয় গৌরব, ঐক্য এবং মর্যাদার প্রতীক হিসেবেও কাজ করবে বলে আশাবাদী স্থানীয়রা।


    নতুন/কাগজ/লাবলু/পঞ্চগড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ