সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • শ্রীমঙ্গলে উপজেলা বিএনপি’র সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    শ্রীমঙ্গলে উপজেলা বিএনপি’র সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৪টায় শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ স্টার কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

    শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আলম সিদ্দিকীর সভাপতিত্বে এবং মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোবারক হোসেন লুপ্পার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

    বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ।

    সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, হাফিজুর রহমান তুহিন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদ আলী, পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমেদ, সদস্য মোছাব্বির আলী মুন্না, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুফি মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝারু, পৌর যুবদলের আহ্বায়ক সরোয়ার আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ক রুমেল খান, শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী, তাঁতিদলের সভাপতি সবুজ আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন, পৌর ছাত্রদলের সদস্যসচিব রিমন আহমদ, শ্রীমঙ্গল কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজান মিয়া ও যুগ্ম আহ্বায়ক সুমন মিয়া প্রমুখ।

    সভায় প্রধান অতিথি হাজী মুজিব তার বক্তব্যে বলেন, “বর্তমানে কিছু সুবিধাবাদী ব্যক্তি রয়েছেন, যারা আওয়ামী লীগ সরকারের আমলে কোটি কোটি টাকার টেন্ডার বাণিজ্যে জড়িত থেকে এখন বিএনপি'র নাম ব্যবহার করছেন। এরাই স্বৈরাচারী সরকারের ছত্রছায়ায় থেকে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারে ভূমিকা রেখেছে।”

    তিনি আরও বলেন, “দলের সকল নেতাকর্মীদের মধ্যে সহমর্মিতা ও ঐক্যের বন্ধন জোরদার করতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ